কিভাবে যাবেন
নিজের গাড়িতে যেতে পারলে সবচেয়ে ভালো ।
গুলিস্তান গোলাপশাহ্ মাজার থেকে বান্দুরাগামি বাসে করে সোজা চলে যাবেন নবাবগঞ্জ বাজার ৫০ টাকার বিনিময়ে । বাজার থেকে ব্যাটারি চালিত অটোরিক্সাকে বললেই হবে জমিদারবাড়ি । ১.৫ থেকে ২ ঘণ্টা সময় লাগে যেতে ।
* একটা গুগল ম্যাপ দেয়া হল
জজবাড়ি
নতুন বাড়ি
কোকিলপেয়ারি জমিদার বাড়ি
বুদ্ধের গলাকাটা মূর্তি
তেল বাড়ি / মঠ বাড়ি
পাইন্না বাড়ি
ম্যাপ
*** ৬নং বিডিআর ট্রেনিং সেন্টার তাই ভিতরে যেতে দেয় নাই ।
৭ নং একটু দূর আশেপাশে খোজাখুজি করে ক্লান্ত হয়ে যাই । তাই আর যাই নাই ।
* ইছামতি নদী
কৃতজ্ঞতা "আনিসুজ্জামান রাসেল"
সকলকে ঘুরে আসার আমন্ত্রণ রইলো ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৫