সবাই মূলত ঝর্ণা দেখতেই যায় । তবে ঝর্ণা দেখার জন্য ১৫-২০ মিনিট হাঁটতে হবে । সরকারী তত্ত্বাবধানে জায়গাটি বেশ সুন্দর ও পর্যটকদের জন্য নিরাপদ করা হয় ।
কিভাবে যাবেন - - প্রথমে সিলেট শহরে যেতে হবে । সেখানে কোন হোটেল এ থেকে গাড়ী ভাড়া করে যেতে হবে মাধবকুন্ড ইকো পার্ক।
ঢাকা থেকে সিলেটঃ
শ্যামলী / হানিফ নন এসি ৩৮০ টাকা , ট্রেন ১৮০ নন এসি , এসি ৩০০-৩৫০ , কমলাপুর থেকে এ সব পাবেন। ভাড়া
:
গ্রীনলাইন (সিলেট): ০১৭৩০০৬০০৩৬ (সোবহানীঘাট), ০৮২১-৭২০১৬১ (সোবহানীঘাট
কোথায় থাকবেন - -
হোটেল সুপ্রীম, জাফলং রোড, মিরাবাজার, সিলেট-৩১০০, মোবাইল: ০১৭১১১৯৭০১২, ফোন: ৮৮-০৮২১-৭২০৭৫১, ৮১৩১৬৯, ৮১৩১৭২, ৮১৩১৭৩, ৮১৩১৬৮
হোটেল আল-আরব: হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ হেইট, সিলেট, ফোন: ০৮২১-৭২৪০৫৯, ০১৭২১৮১২৬৬২
হোটেল উর্মি: হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ হেইট, সিলেট, ফোন: ০৮২১-৭১৪৫৬৩, ০১৭৩৩১৫৩৮০৫
রেন্ট-এ-কার এর জন্য যোগাযোগ করুন:
- জনাব রাজ্জাক: ০১৭১৫৬০০৫৮০
- জনাব সিরাজী ০১৭২৩৩৬৫৬৫৪
- জনাব আইয়ুব ০১৭১২৭৯৫৯৫২
- জনাব কবির ০১৭১২৩১৬৭৩২
## পয়গম্বর ভাইকে ধন্যবাদ যোগাযোগ নাম্বার গুলোর জন্য


## উনদাল, পূর্ব জিন্দাবাজার, সিলেট, ফোন: ০৮২১-২৮৩২১৯৭ এবং
পাঁচভাই হোটেল এ না খেয়ে আসবেন না ।


চলুন এবার দেখি মাধবকুন্ড ইকো পার্ক - -
মেনে চলুন
প্রবেশ পথ
ম্যাপ
যাবার পথে
পর্যটন এর রেস্ট হাঊজ
সতর্কতা
ঝর্ণার উপর কেও উঠবেন না । অনেক সময় অপহরণ ও হয়। বিপদ হইলে পুলিশ ও আনসারকে জানান ।
১. ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৯ ০
অনুসারিত +