প্রিয়তম 'দীপ',
কি লিখি তোমায়? হুমমমমম কি লিখি তোমায়? তুমি ছাড়া আর কোন কিছু ভালো লাগেনা আমার।
ভাবছো তোমার লক্ষী কী শুরু করছে অবুঝের মতো ? কিনতু তুমি ছাড়াতো আমার এক মুহূর্ত ভালো লাগেনা সেকী আমার দোষ? বলো জান? আমি যে কেবল তোমার কাছেই অবুঝ। তুমি বোঝ, তুমি চলে যাবার পর থেকে প্রতিটি ক্ষণ কীকরে কেটেছে আমার? আমার নিশাঃস বনধ হয়ে আছে। সত্যি দীপ , তোমাকে ছাড়া আমি মৃতসম হয়ে থাকি বিশশাস করো? জানিতো বলবে- 'আমি কী মরে গেছি?' জানিতো তুমি আর কিছুক্ষণ পরই চলে আসছ শুধুই লক্ষীর জন্য। কিনতু কেউতো আমাদের ভালোবাসার উপাখ্যান জানেনা যে আমরা দূরে থেকেও কতত কাছে। আমাদের আতমবিশশাস আর গভীর ভালোবাসাই এখনও আমাদের বাঁচিয়ে রেখেছে আর রাখবে আজীবন । ও জান, তুমি আমাকে যতখুশি মন্দ বলো, বকা দাও কিনতু তোমাকে ভুলে থাকতে বলোনা? দোহাই তোমার। আমি সব ভুলে থাকতে পারবো কিনতু আমার 'দীপ'কে কখনোই নয়। জানি বলবে চেষটা করতে। কিনতু না। আমায় ক্ষমা করো 'দীপ'। ও আমি জীবন থাকতেও পারবোনা। কখনওই না।
জানো কাল ঘুম আসছিলোনা তাই অনেক রাত অবধি তোমাকে একটি খোলা লিখছিলাম। লেখা শেষ হবার পর সেনট করে দেখি লেখাটি উধাও! খুঁজেই পেলামনা আর। এততো কষট লেগেছে কি বলবো তোমায়। তাই এখন আবার লিখলাম। তুমি দুপুরে ফোনে আমার কথা শুনে ভেবেছো তোমার কী না জানি লিখেছে। না গো না। তুমি যে আমার কতখানি তা কী এত অলপ তে শেষ হবার গো! আমার ভালোবাসার কাহিনী যে শেষ হবা নয় 'দীপ'! আমি যে আকুল হয়ে বসে তোমার জন্য। সামি'র বন্ধুরা বাসায় এসে সামি'কে নিয়ে কেক কেটে এনজয় করে গেলো। আর আমি শুধু একটা বিশেষ মিস কলের আশায় পথ চেয়ে আছি । কখন আসে ,কখন আসে। মন তো চায় কত কিছু লিখতে। সব কী লেখা যায়!
'দীপ', একটা কথা খুব জানতে ইচেছ করে। লক্ষী'কে কতটা মিস করেছো? আমারটা ভাষায় প্রকাশ করার নয়। তুমি বুঝে নিও! দীপ'রে লক্ষী যে তোকে অনেক অনেক অনেক অনে-----------ককক ভালোবাসি রে জান। আমার যে তুই ছাড়া আর কিছুই চাওয়ার নাই। আমি যে সেই সপ্ন পূরণের জন্যই এগিয়ে যাচিছ। তুই শুধু আমার পাশে থাকিস। নইলে আমি বাঁচবোনা রে। আমি কী করে তোকে বোঝাব তুই বল? এর পরও যদি 'দীপ' লক্ষী'র মনের ডাক না বোঝে তবে আমার নিশচুপ হওয়া ছাড়া কিছুই করার থাকবেনা । তবে আমি শুধু একটাই বুঝি 'দীপ' আমার। 'দীপ' ছাড়া লক্ষী'র কোন অস্তিত্তই থাকবেনা। আমি শুধু আমার 'দীপ' এর জন্যই দাঁড়াবো। শুধুই আমার 'দীপ'এর জন্যই। যদিও কথায় বলে- যে বোঝার সে নিজ থেকেই বোঝে। আমি এও জানি আমাকে একটা মানুষই বোঝে। আর সে শুধুই আমার 'দীপ'। আমার 'দীপ'। 'দীপ' যে মুখে কিছুই বলবেনা। তবুও আমি বুঝি আমার 'দীপ'ও আমার সেই সপ্ন'র অপেক্ষাতেই আছে। আমি পারবো 'দীপ' তুমি দেখে নিও! শুধু লক্ষী'র জন্য দোয়া করো আর পাশে থেকো। আমিও আমার 'দীপ'এর জন্য মন ভরে দোয়া করি। আর কি লিখব সোনা? লক্ষী'র উপর রাগ করিসনা। তোমার বুকে শুধু ঠাঁই দিও। আমি যে সেই দিনের প্রতীক্ষায়ই আছি। কোন ভুল বললে ক্ষমা করে দিও।
তুমি ভালোবাসার মিছিলে এসো লাল গোলাপ হাতে
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায় শুভ্র সুপ্রভাতে।।
'দীপ', লক্ষী তোকে অনেক অনেক অনেক ভালোবাসে...... নিজের থেকেও বহু বহু বহু বহু বহু বহুগুন বেশিইইইইইইইইইইইইইইইইইইই
যে কথাটা শুধু তোমার জন্যই... 'দীপ' আই লাভ ইউউউউউউউউউউউউ...............
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪১