আমরা কবে মানুষ হ'ব!!!! উচ্চ শিক্ষার সনদ পেয়ে ডঃ, ইঞ্জিনিয়র, প্রফেসর, টিচার, লেখক
নেতা আর ও কতো কিছুই তো হলাম কিন্ত যে জিনিষটা বেশী প্রয়োজন "মানুষ" হওয়া
তা কি হ'তে পারলাম!
শিক্ষা আমাদের কি শেখায়, মনের অন্ধকার দূর করে "মানুষ" হ'তে শেখায় ।
আর সেই শিক্ষার চরম শিখরে উঠেও আমরা "মানুষ" হ'তে পারলাম না আসভ্য-ই
রয়ে গেলাম। আমাদের শিক্ষার কি দাম রইলো।।
শুধু শিক্ষিত' চাই না সত্যিকার "মানুষ" চাই। সমাজ, দেশ আজ সেই শিক্ষিত 'মানুষ' খুঁজছে।
শিক্ষা কবে আমাদের সেই আসল "মানুষ"-এ পরিণত করবে আর
আমরা ক'বে "মানুষ" হ'ব... তার-ই আপেক্ষায়...।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ১১:৫১