লিমিটেড ইউজার থেকে আনলিমিট ইন্টারনেট ইউজার হয়েছি নতুন। ইদানিং অনেক মুভি নামাচ্ছি । পূর্বে IDM এর প্রশংসা করে এই ব্লগে অনেক পোষ্ট দেখেছি । কিন্তু আমি এটা ব্যাবহার করে এর সুবিধাটা কি সেটাই বুঝলাম না ।
utorrent দিয়ে মুভি নামালে যেমন স্পিড পাই তার খুব সামান্য বেশী স্পীড IDM দিয়ে পেয়েছি । utorrent দিয়ে গড় স্পীড পাই ১৭০-১৯০ KBps । আর IDM দিয়ে মাঝে মাঝে ২৫০ উঠতে দেখলাম আবার ১৫০ ও দেখলাম কখনো কখনো । ডাউনলড শেষে গড় স্পিডের তথ্য পেলাম না কোথাও । IDM দিয়ে একটা সমস্যাও পেলাম, কিছু একটা ডাউন লোড দিলে সব ব্যান্ডউইথ ওই নিয়ে নেই, ইউটিউব এ ঢোকা তো দূরে থাক ফেসবুক লোড হতেও সময় লাগছে । স্পীড লিমিট কন্ট্রোল দেখলাম যেখানে ম্যাক্সিমাম স্পীড দেয়া যাই যেমন ৫০ বা ১০০, কিন্তু এতে তো সব সময়ের জন্য ডাউনলড স্পীড কমে যাচ্ছে । অথছ utorrent এ আছে অটমেটিক ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, যখন ব্রাউজিং করবো, ইউটুবে কোন ভিডিও দেখবো utorrent তখন অধিকাংশ ব্যান্ডউইথ ব্রাউজারে দিয়ে দিবে, ভিডিওটা লোড হয়ে গেলেই আবার ফুল স্পীডে সে তার ডাউনলড শুরু করে দিবে । আমি তাই ব্রাউজিং করার সময় টেরই পাই না যে utorrent চালু আছে, কোন মুভি ডাউনলড হচ্ছে ।
তাহলে IDM কেন ইউজ করবো? শুধু মুভি ডাউনলডের জন্য কি IDM এর অদ্য প্রয়োজন আছে? অভিজ্ঞরা প্লীজ জানান।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭