আপনি যা খুশী তাই লিখতে পারবেন ৬০০০ অক্ষরের মধ্যে । প্রকল্পের সাথে জড়িতরা সবাইকে মেসেজ সংগ্রহ করতে বলেছেন, হোক সে ছোট কিংবা বড়, তরুণ কিংবা বৃদ্ধ, এমনকি নিরক্ষরদের কাছ থেকেও! ২০১৪ সালের শেষ সময় পর্যন্ত মেসেজ পাঠানো যাবে।আর স্যাটেলাইটটি পৃথিবীর মানুষের মেসেজ নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করবে ।
তাহলে আর দেরি কেন, এখনি লিখে ফেলুন কিছু একটা । চেষ্টা করুন যাতে লেখাই আপনার নিজস্ব ব্যক্তিত্ব ফুটে উঠে । ৫০ হাজার বছর পরের মানুষ গুলো যেন জানতে সেই সুদূর অতীতে চমৎকার মনের একটা মানুষ ছিল ।
http://www.priyo.com/2014/01/20/49577
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩