২৫শে মে ২০১২ইং প্রাণের কবি, প্রেমের কবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কবি, বিদ্রোহী কবি, চির তারুণ্যের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী। কবির জীবনকাল প্রায় ৭৭ বছরের (১৮৯৯-১৯৭৬) হলেও তাঁর সৃষ্টিশীল জীবন মাত্র ২৩ বছরের (১৯১৯-১৯৪২)। কিন্তু তারই মাঝে তিনি আত্মপ্রকাশ করেছেন অনেক রূপে। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, সমালোচক, শিশুসাহিত্যিক, গীতিকার, গীতালেখ্য ও গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সংগীতজ্ঞ, সংগীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা-পরিচালক, অভিনেতা, চলচিত্র-কাহিনীকার এবং চলচিত্র-পরিচালক।
“বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলোক ভেদিয়া,
খোদার আসন “আরশ” ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!”
“তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!!
ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!!”
“আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
“নিশি ভোর হ’ল জাগিয়া
পরান-পিয়া।
কাঁদে “পিউ কাহাঁ” পাপিয়া
পরান-পিয়া।।”
“শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।
ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম,
আঁচালের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।”
এ ধরনের আরো অসংখ্য কবিতা, গানের মত ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনা করে গেছেন এই বিদ্রোহী কবি।
এবার চলুন দেখে নেয়া যাক কবিকে নিয়ে কয়েকটা ফটোগ্রাফিঃ

কবির হাতের লেখা একটা কবিতার অংশবিশেষ

প্রথম যৌবনে কবি

সৈনিকের পোষাকে বিদ্রোহী কবি

১৯২৪ সালে ২৫ বছর বয়সে প্রেমের কবি

১৯২৬ সালে চট্টগ্রামে কবির বন্ধু হাবিবুল্লাহ বাহারের বাড়িতে বেড়াতে আসেন। বাঁশি বাজানো অবস্থায় বিদ্রোহী কবি (২৭ বছর বয়সে)

আজিজ মঞ্জিলে কবি; চট্টগ্রামে কবির বন্ধু হাবিবুল্লাহ বাহারের বাড়িতে

গজল রচনার যুগে

১৯৩০ সালে ৩১ বছর বয়সে বিপ্লবের কবি

৪২ বছর বয়সে কবি

২৪শে মে ১৯৭২ইং বিপ্লবী কবিকে ঢাকায় নিয়ে আসেন তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯৭৪ সালে শেষ বয়সে কবি

১৯৭৬ সালের ফেব্রুয়ারীতে একুশে পদক গ্রহণের মূহুর্তে

কবির মৃত দেহের সামনে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান

১৯৭৬ সালের ২৯ আগষ্ট, সোহরাওয়ার্দী উদ্যানে কবির জানাজায় হাজারো মানুষের ভীড়
সমতল'এ এক কপি
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ রাত ১২:২২