১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযান চলাকালে সংঘটিত হয় এক জঘন্য কেলেংকারি। যার জন্য শেষ পর্যন্ত সে দেশের প্রেসিডেন্ট (রিচার্ড নিক্সন) পদত্যাগ করতে বাধ্য হন। নির্বাচনী প্রচারের সময় ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের ৫ ব্যক্তি ওয়াশিংটন ডিসির ওয়াটার গেইট ভবনস্থ বিরোধী ডেমোক্র্যাট দলের সদর দফতরে আড়িপাতার যন্ত্র বসায়।
এই সেই ওয়াটারগেইট কমপ্লেক্সঃ
পরবর্তীকালে এ কেলেংকারির কথা ফাঁস হয়ে গেলে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওই ঘটনার সঙ্গে হোয়াইট হাউসের কোন প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে। কিন্তু প্রশাসনের সর্বোচ্চ পর্যায় এবং নিক্সনের ৫ জন সহকারী এ কেলেংকারির সাথে জড়িত ছিল বলে তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চরম বেকাদায় পড়ে যান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। শেষ পর্যন্ত নিশ্চিত ইম্পিচমেন্টের মুখে ১৯৭৪ সালের আগষ্ট মাসে পদত্যাগ করে রিচার্ড নিক্সন।
ওয়াটারগেইট কেলেংকারির কথা ফাঁস হওয়ার সাংবাদিকদের তোপের মুখে প্রেসিডেন্ট নিক্সনঃ
ওয়াটারগেইট কেলেংকারি ঘটনার তদন্তের একটি কপিঃ
দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রেসিডেন্ট নিক্সনের পদত্যাদের খবরঃ
কেলেংকারির কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করে হোয়াইট হাউস ছাড়ার মুহুর্তে নিক্সনঃ
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৫