সাধারনত মুভি বা নাটক বিভিন্ন ওয়েব সাইট থেকে ডাউন করে দেখি।এখন মোটামুটি সবাই এই কাজটাই করে।ইংলিশ মুভি আমি সাধারনত এই ওয়েব সাইট থেকে নামাই।কারন মুভিটা পার্ট পার্ট বা রার ফাইলে থাকে না,পুরো মুভি লিংকটা থাকে এমকেভি বা এফএলভি ফরমাটে এবং রিজিউম সাপোর্টটেড।
কিন্তু এই সাইটে শুধুমাত্র নতুন এবং পুরোনো ইংলিশ মুভি থাকে আর মাঝে মাঝে ২-১টা হিন্দি মুভি দেয়।তার মানে হলো নাটক বা নতুন হিন্দি মুভির জন্য অন্য ওয়েব সাইটে ঢু মারতেই হয়।
ডাউনলোডিং ফর ফান,দরিদ্র ডট কম এই দুই ওয়েব সাইট দিয়ে
নাটক এবং নতুন হিন্দি মুভি আইডিএম দিয়ে ডাউনলোড করি।কিন্তু এই দুই সাইটে সব জিনিসই থাকে ৩-৪ টা পার্টে এবং রার ফাইলে।যার বেশিরভাগই ডাউনলোডের পর এক্সট্রাক্ট করা যায় না বলে ফাইল করাপ্টেড এবং রিজিউম সাপোর্ট ও পাই না।







বাংলালায়ন এর লিমিটেড প্যাকেজ ব্যবহার করি।ইউসেজ ঠিকই যায় কিন্তু কাজের কাজ হয় না।
বুঝতে পারছি না কি করবো....জীবনেও ডাউনলোড করবো না কিন্তু তাহলে নতুন নতুন মুভিগুলো কিভাবে দেখবো??জীবনেও নতুন মুভি দেখবো না তা জীবনেও বলতে পারবো না


সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ৮:৪৮