আজ সকালে কি আপনি সুস্থ দেহে ঘুম থেকে উঠতে পেরেছেন?তাহলে আপনি পৃথিবীর সেই ১০ লাখ মানুষের চেয়ে ভাগ্যবান যারা রোগ ভোগ করে এ সপ্তাহান্তে ঢলে পড়বে মৃত্যুর কোলে।
আপনার ফ্রীজে কি খাবার আছে?আছে গায়ে পোশাক,মাথার উপর একটি ছাদ।শান্তিতে ঘুমানোর একটা জায়গা??তাহলে আপনি পৃথিবির ৭৫% লোকের চেয়েও সচ্ছল,যাদের এর একটিও নেই।
রক্তক্ষয়ী যুদ্ধের ভয়াবহতা কি আপনি দেখেছেন?পেয়েছেন কি নির্জন কারাগারে বন্দিত্বের স্বাদ?জানেন কি দূর্ভিক্ষের হাহাকার কি বা শোষিতের বঞ্ছনা কেমন?যদি তা না হয় তাহলে আপনি পৃথিবির সেই ২ কোটি মানুষের চেয়ে সৌভাগ্যবান যারা এর কোন না কোনটার শিকার।
নিজ ধর্ম পালনের নির্বিঘ্ন অধিকার কি আপনার থাকে?না থাকে যদি এর জন্য জেল-জুলুম না হত্যার হুমকি তাহলে আপনি সে ৩০ কোটি মানুষের চেয়ে স্বস্তিতে আছেন যাদের এ অধিকারটুকুও নেই।
আপনার ব্যাংকে বা মানিব্যাগে কি টাকা আছে?রেস্তোরায় একবেলা আয়েস করে খাবার সামর্থ্য যদি থাকে আপনার,তাহলে আপনি পৃথিবীর মাত্র ৮% ধনীদের দলে পড়েন।
আর এ লেখাটি আপনি পড়ছেন।অক্ষর জ্ঞান আছে আপনার।আপনি পৃথিবীর সেই ২০ কোটি মানুষের চেয়ে ভাগ্যবান যারা লেখাপড়া করেনি বলে এ লেখাটিও পড়তে পারবে না।
প্রিয় পাঠক,নিজের দিকে একটু তাকিয়ে দেখুন।দৈনন্দিন জীবনেই এমন পেয়ে যাবেন হাজারটা সূত্র যার জোরে বলতে পারবেন অন্য অনেকের চেয়ে আপনি ভালো আছেন কয়েকগুন বেশি।তা্ই সারাক্ষণ কি নেই তা নিয়ে হতাশ না হয়ে কি আছে তা নিয়েই ভাবতে শিখুন।তাহলে অহেতুক অশান্তি-অস্থিরতা-হতাশা থেকে আপনি বাচবেন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
(হয়ত এটা সবাই আগে পড়ে থাকবেন তবুও আবার পড়ুন।আলাদা এক ধরনের সুখকর অনূভুতিতে ছেয়ে যাবে আপনার মন।যেমনটি লিখতে যেয়ে আমার হয়েছে)