তখন তোমার সময় ছিল না,আমার ছিল অনেক ।
তোমার তখন জ্বলজ্বলে রাত ,
ব্যস্ত ল্যাপটপ , বন্ধুর নেশা ;
আমার তখন অন্ধকার বারান্দা ,
বস্তাপঁচা সিরিয়াল ;
রান্নাঘরে এঁটো থালা ।
তুমি তখন খোলা হাওয়ায় নাচন তোলা উড়োজাহাজ ;
চার চাকার গীয়ার টেনে যখন খুশী উড়তে পারো ।
আমি তখন লিপস্টিকের কৃত্রিমতায় পুতুল সেজে বসে থাকি ,
হাই -হ্যালো আর সুইট হাসির আড়াল থেকে নিরব কাঁদি ।
তোমার তখন সপ্তাহ পেরিয়ে থার্সডে নাইট ব্যাপক মাস্তি ;
আমি তখন নিয়ম মেনে তোমার সুখের সঙ্গে থাকি ।
আমার এখন ঝকঝকে রাত ;কাগজ -কলম
নিজের কাছে ফিরে আসা,
ক্যারিয়ারের অলি -গলি হন্যে হয়ে হাঁটতে থাকা ।
তুমি এখন প্রতিশোধের আগুন জ্বেলে সুস্থ সময় রুদ্ধ করো ;
আমি কি আর সেই আমিতে লুকিয়ে আছি ?
কঠিনতম সমাধানো হাতের মুঠোয় বদ্ধ রাখি ।
তোমার জীবন তোমায় দিলাম
আমারটাযে ফিরিয়ে নিলাম ;
খুব হয়েছে হিসেব -নিকেষ ,
মিথ্যে সুখের মুখোশ খোল ।
সমাজ-সন্তান দোহাই ঝেরে
চলো এবার শেকল ছিঁড়ো ।।
-----------------------------------------------------------------------------