যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের তরুণ প্রজন্মের সর্বাত্মক আন্দোলন আরও বেগবান করতে প্রয়োজনে এর রূপরেখা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।
শাহবাগ গণজাগরণের প্রধান উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের ভাইস-প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রশিদুল হাসান শনিবার রাতে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
চলমান এ সর্বাত্মক আন্দোলনের স্থায়ীত্বের বিষয়ে তিনি বলেন, ‘১৯৭১-সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো দেশকে পাকিস্তানের কাছ থেকে মুক্ত করতে। নতুন প্রজন্মের এ যুদ্ধ হচ্ছে দেশকে রাজাকার ও স্বাধীনতা বিরোধী মুক্ত করতে। ৭১’র মুক্তিযুদ্ধ যদি নয় মাস ধরে হতে পারে, তাহলে আমাদের এ যুদ্ধ প্রয়োজনে আঠারো মাস চলবে। তবুও আমরা রাজাকারদের ফাঁসি ও স্বাধীনতা বিরোধীমুক্ত করবোই।’
আন্দোলনের শেষ টার্গেট প্রসঙ্গে রশিদুল হাসান বলেন, ‘রাজাকারদের ফাঁসির যে দাবি নিয়ে আমাদের আন্দোলনের সূচনা, সেই লক্ষে আমরা যেমন অবিচল, তেমনি রাজাকারদের দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করাও লক্ষ্য। কারণ যুদ্ধাপরাধী আর জামায়াত অভিন্ন কোন বিষয় নয়। তাই ফাঁসির দাবির সঙ্গে জামায়াতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করাও আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। স্বাধীনতা বিরোধীদের দেশ থেকে স্বমূলে উৎপাটন করাই আমাদের লাস্ট টার্গেট।’
এ আন্দোলনের উদ্যোক্তাদের কারোই কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো লিডারশিপের আশায় আমরা আন্দোলন করছি না। স্বাধীনতা বিরোধীমুক্ত-রাজাকারমুক্ত দেশ গড়ার জনগণের যে দাবি, সে দাবি নিয়েই আমাদের আন্দালন।’
শাহবাগ আন্দোলনের উদ্যোক্তারা সামনের সময়গুলোতে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকারের আপিল, অন্য যুদ্ধাপরাধীদের রায়সহ সব অবস্থা পর্যবেক্ষণ করবে বলেও জানান রশিদুল হাসান।
যে কোনো কারণেই হোক না কেন, এ আন্দোলন স্থিমিত হওয়ার কোন সম্ভাবনা নেই এবং তা দিন দিন আরও গতিশীল হবে বলেও মনে করেন তিনি।
তিনি আরও জানান, এছাড়া কোনো ভাবেই যাতে এ আন্দোলন রাজনৈতিক ভাবে প্রভাবিত না হয়, তরুণ প্রজন্মের নেতৃত্বেই যাতে থাকে সে লক্ষেও সচেষ্ট থাকবে নেটওয়ার্ক।
তথ্যগত বিভ্রান্তিরোধে মিডিয়া সেল হচ্ছে
শাহবাগের চলমান গণআন্দোলনের বিভিন্ন সিদ্ধান্ত ও তথ্যগত বিষয়ে কোনো বিভ্রান্তিকর সংবাদ যাতে গণমাধ্যমে প্রকাশিত না হয় সেজন্য এ আন্দোলনের উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি মিডিয়া সেল গঠনের চেষ্টা চলছে বলে বাংলানিউজকে জানিয়েছেন রশিদুল হাসান।
ব্লগার অ্যান্ড অনলাইন আক্টিভিস্ট নেটওয়ার্কের সংগঠকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি মিডিয়া সেল গঠন করা হবে।
Click This Link