শাহবাগ স্কয়ার থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে সাবইবার যুদ্ধ ঘোষণা করেছে আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যায় সাইবারে জামায়াত-শিবিরের অপপ্রচার প্রতিরোধে এ যুদ্ধ ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের তিনটি সংগঠন ঢাবি আইটি সোসাইটি, স্লোগান একাত্তর এবং আমজনতা এ উদ্যোগ নিয়েছে।
শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে অনলাইনে জামায়াত-শিবিরের বিভিন্ন অপপ্রচার প্রতিরোধে জাদুঘরের সামনে আইল্যান্ডের ওপর একটি সাইবার সেন্টারও খোলা হয়েছে।
সাইবার সেন্টারের ইমরান জানান, জামায়াত-শিবিরের লোকজন ফেসবুক, ব্লগ, টুইটারের মাধ্যমে শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা ফেসবুকে ‘বাশেঁরকেল্লা’ নামে একটি পাতা খুলে তাতে আন্দোলনকারীদের উচ্ছৃঙ্খল বলে উল্লেখ করেছে। এখানে আসা মেয়েদের পতিতা হিসেবেও তারা পরিচয় করিয়ে দিতে দ্বিধা করছে না।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে শাহবাগের পুরো এলাকাকে ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসা হবে। যাতে সবাই ল্যাপটপ নিয়ে জামায়াত শিবিরের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে পারে। আমরা গণজাগরণের পাশাপাশি সাইবার যুদ্ধেও তাদেরকে পরাজিত করতে চাই।
Click This Link