দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রজনতা। তরুণদের আন্দোলনে মুখে পিছু হটেছে জামায়াত-শিবির। শনিবার বৃহত্তর চট্টগ্রামে জামায়াত হরতাল ডাকালেও মাঠে কাউকে দেখা যায়নি। গণজাগরণের ভয়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা রাজপথে নামতে পারেনি।
তাই হরতালেও নগরীর রাস্তাজুড়ে স্বাচ্ছন্দে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে এবং স্বাভাবিক ছিল নাগরিক ব্যস্ততাও। রাজধানী ঢাকার শাহবাগের প্রজন্ম চত্ত্বরের চেতনা ইতোমধ্যেই সঞ্চারিত হয়েছে নগরবাসীর মধ্যে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে যার যার অবস্থান থেকে ঢাকার তরুণদের মতোই প্রতিবাদমুখর হচ্ছেন তারা, শনিবারের সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধেও প্রকাশ্য অবস্থান নিয়েছেন সাধারণ মানুষ।
তারা বলছেন, জামায়াত-শিবির মাঠে নামলে কঠোর হস্তে তাদের প্রতিহত করা হবে। কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রিক্সা, অটোরিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তুলনামূলক কম সংখ্যক বাস চলাচল করছে নগরীতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে।
ছুটির দিন হওয়ায় সরকারি অফিস-আদালত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেই স্লোগান, গণসংগীত আর বক্তৃতায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায় সম্মিলিত জনতা।
Click This Link