চট্টগ্রামে যুদ্ধাপরাধীদের বিচারে দাবিতে গণজাগরণের মুখে ভেস্তে গেছে জামায়াতের ডাকা হরতাল। জনতার রোষানলের ভয়ে শনিবার মাঠে দেখা যায়নি জামায়াত-শিবিরকর্মীদের। সেই শিবির ক্যাডাররা এবার শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলার পরিকল্পনা করছে বলে গোপন সূত্রে জানা গেছে। আন্দোলনে সংহতি জানানো ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম শনিবার বিকালে গণজাগরণ মঞ্চ থেকে কয়েক দফা এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শিবিরকে রাজপথে মুখোমুখী লড়াইয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে তিনি ছাত্রজনতাকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এ ঘোষণার পর আরো উদ্দীপ্ত হয়ে উঠেছে আন্দোলনকারীরা। চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে তাদের মধ্যে। তারা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখছে শাহবাগ চত্বর। শিবির প্রতিহত করতে প্রয়োজনে জীবনের সর্বোচ্চ টুকু উজাড় করে দিতে প্রস্তুত তারা।
ছাত্রশিবিরকে চ্যালেঞ্জ দিয়ে নাজমুল আলম বলেন, ‘শিবির নাকি আমাদের চেয়ে বড় সমাবেশ করতে পারবে বলে হুঙ্কার দিয়েছে। সাহস থাকলে রাজপথে এসে শিবিরকে এ আন্দোলন মোকাবিলা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।’
মাইকে এমন ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা তার কথায় সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী মাহমুদ জামান। তিনি এসেছেন ঢাকার মোহাম্মদপুর থেকে। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘শিবিরকে মুখে নয়। গায়ের শক্তি দিয়ে প্রতিহত করা হবে।’ তিনি বলেন, ‘আমাদের রক্ত টগবগ করছে। এ রক্ত মুক্তিযোদ্ধার রক্ত। এ রক্ত পরাজয় কী জানে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহবুব আলম বলেন, ‘গণজাগরণের মুখে জামায়াত-শিবিরকে প্রতিহত করা হবে। প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ করবে তরুণ সমাজ। তবু এবার জামায়াত-শিবিরকে প্রতিহত না করে আমরা ঘরে ফিরব না।’
এর আগে দুপুরে মঞ্চ থেকে ঘোষণা করা হয় যে, মঞ্চের চারপাশে শিবির ঘুর ঘুর করছে। এমন ঘোষণা শুনে উত্তেজিত হয়ে পড়ে আন্দোলনকারীরা। তখন বলা হয়েছে, আমরা খবর পেয়েছি, আমাদের চারপাশে শিবিরের কর্মীরা ঘুর ঘুর করছে। তারা আমাদের আন্দোলনের ছবি তুলে নিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে হবে।
প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে গত চারদিনের মতো ভেসে আসছে তীব্র স্লোগান। স্লোগানের ভাষায় শাণিত উচ্চারণে ধ্বনিত হচ্ছে ফাঁসির দাবি। স্লোগানের ঢেউয়ে ভাসছে তারুণ্যের অপ্রতিরোধ্য আন্দোলন। মাঝে মাঝে ঘোষণা আসছে, ‘জামাত-শিবিরের আন্দোলন থামাতে হবে। আইনের করে দেশ বিরোধী এ দলকে নিষিদ্ধ করতে হবে।’
Click This Link