“I'm nobody! Who are you?
Are you nobody, too?
Then there ’s a pair of us—don’t tell!
They ’d banish us, you know.
How dreary to be somebody!
How public, like a frog
To tell your name the livelong day
To an admiring bog!”
বিখ্যাতদের নিয়ে এর আগে অনেকগুলো সিরিজ চালু করেছিলাম....আজকে ভাবলাম তাদের জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ বা ছোটবেলায় তারা কেমন ছিল, কৈশোরের ছবি এগুলোর ছবি খুঁজে বের করলে কেমন হয়। তাই আজকে এরকম কিছু বিরল ছবির পোস্ট দেবো যেখানে বিখ্যাতদের অন্য ভার্সন থাকবে। তাহলে আসুন শুরু করা যাক, বিরলভাবে বিখ্যাত।
মহামতি হিটলার...বিশ্বাস হয় ভয়াবহ সেই লোক ছোটবেল এত্ত কিউট ছিল!!
টম অ্যান্ড জেরি শুরু হওয়ার আগে একটা সিংহকে হাউ হাউ করা অবস্থায় দেখাত, খেয়াল আছে? এটা সেই লিও--মেট্রো গোল্ডউইন মেয়ারের মডেল!
ফ্রেশম্যান কলেজ স্টুডেন্ট---বারাক ওবামা
স্প্রিংফিল্ডে নিজের বাস্কেটবল টিমের সাথে ব্রাড পিট (হাতে বাস্কেটবল নিয়ে যে বসে রয়েছে)
বিল গেটস যখন আসামি!!
বিল এবং হিলারি ক্লিনটন তাদের কলেজের দিনগুলোতে
মরগ্যান ফ্রিমান টিভি শো দ্য ইলেক্ট্রিক কোম্পানিতে আফ্রো রুপে!!
আহা ছেলেটা কত সুবোধ ছিল.. ভিন ডিজেলের ইয়ারবুক থেকে সংগৃহীত!
মোহাম্মদ আলি মিয়ামির স্যার জন হোটেলের পুলে কসরত রত অবস্থায়
রবার্ট ডাউনি জুনিয়র তার বাবার বন্ধু মাইক টাইসনের সাথে
বেন স্টিলার তার বাবা জেরি স্টিলারের সাথে নিউ ইয়র্কে ব্রডওয়ে প্রেজেন্টেশন দ্য জিন গেম দেখার দিন
টার্মিনেটর সাহেব আর্নোল্ড শোয়ার্জেনেগার যেদিন নিউ ইয়র্কে প্রথম এসেছিলেন
ক্রিশ্চিয়ান বেল নিজের আর্মস্টাড কম্পিউটারের সাথে
ভ্লাদিমির পুতিন (গলায় ক্যামেরা নিয়ে) রোনাল্ড রিগ্যানের সম্মুখে
তরুণাবস্থায় জিম ক্যারি
জোসেফ স্ট্যালিনের মাগশট
মাইকেল জর্ডান তার কলেজের ডরমেটরিতে
রবিন উইলিয়াম রেডউড হাই স্কুলে সিনিয়র ইয়ারে পড়ার সময়
১৮ বছর বয়সী রাণী দ্বিতীয় এলিজাবেথ ট্রাক ড্রাইভার রুপে
হোয়েন অ্যাপেল মিটস মাইক্রোসফট
স্টিফেন হকিং তার সহধর্মিণী জেন ওয়াইল্ডের সাথে
যখন ভবিতব্য প্রেসিডেন্ট বিল ক্লিনটন তৎকালীন প্রেসিডেন্ট জন কেনেডির সাথে সাক্ষাতে গিয়েছিলেন
ব্রুস উইলসের ২২ বছর বয়সের ছবি (মাথায় চুল দেখে চিনতে পারিনি.. আজীবন তো ন্যাড়াই দেখেছি)
মেরিল স্ট্রিপ ফ্রেশম্যান ক্লাসের ট্রেজারার দায়িত্বে ছিলেন যখন
ডেট্রয়েটে ম্যাডোনা
বিটলস ১৯৫৭ সালে.. যখন জর্জ হ্যারিসন ১৪, জন লেনন ১৬ এবং পল ম্যাককার্টনি ১৫ বছরের ছিল মাত্র!
বব ডিলান তার দুই বন্ধুর সাথে
অটোগ্রাফ দিচ্ছে রক অ্যান্ড রোল সম্রাট--- এলভিস প্রিসলি
বনি অ্যান্ড ক্লাইড (চোরের জুটি)
ক্লিন্ট ইস্টউড এবং তার প্রথম স্ত্রী ম্যাগি
সালভাদর দালি তার পরাবাস্তবের চিন্তা নিয়ে !!
মারলন ব্রান্ডো---বিড়ালের সাথে তার দোস্তি আদ্যিকালের, আর দোষ হয় গডফাদারের !
কার্ট কোবেইন (আগে থেকেই ম্যাড ছিল) !!
রোমান পোলানস্কি এবং শ্যারন ট্যাটে
চেনা যায় চে- কে !!
এলভিস প্রিসলি এবং সোফিয়া লরেন
ফ্রান্সিস ফোর্ড কোপোলা অ্যান্ড দ্য গডফাদার ইফেক্ট
ফ্রান্সিস ফোর্ড কোপোলা আকিরা কুরোসাওয়াকে নিজের নতুন মডেলের পোলারয়েড দেখাতে ব্যস্ত
জ্যাক নিকোলসন, ওয়ারেন বেট্টি এবং লরেন বিকল
ব্রুস লি-- ইয়া ঢিশুলে!
জ্যাক নিকোলসন (বস আর বলেছে কাকে)
জন ট্রাভোল্টা (দ্য পাল্প ফিকশন ড্যান্স)!!
জনি ডেপ এবং কেট মস
জনি ডেপ তার ভাইজি মেগানের সাথে
বাবা মা উভয়ের সাথেই অ্যাঞ্জেলিনা জোলি
স্ট্যানলি কুবরিক--স্পেস ওডিসি মনে পড়ে
শৈশবে ন্যাটালি পোর্টম্যান
অড্রে হেপবার্ন এবং অ্যান্থনি পার্কিন্স
সাসপেন্স মাস্টার হিচকক তার বাচ্চাদেরকে নিয়ে
মেরিলিন মনরোর সাথে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেখা করার সময়ে
অ্যাঞ্জেলিনা জোলি এবং তার বাবা জন ভয়েট
মাছ হাতে নিয়ে আর্নেস্ট হেমিংওয়ে
জর্জ ক্লুনি
কার্ক এবং মাইকেল ডগলাস
ক্লারিস স্টার্লিং (জোডি ফস্টার) বাচ্চাকালে; হ্যানিবাল কেন ক্রাশ খাবে না!!
চার্লি চ্যাপলিন এবং গডার্ড
এলিজাবেথ টেইলর... এখানেও ম্যাও !!
এলভিস তার বাবার সাথে
ভিনসেন্ট প্রাইসের সাথে অ্যালফ্রেড হিচকক
আমিরি বারাকার সাথে ল্যাংস্টন হিউয়ের ৮৯ তম জন্মবার্ষিকীতে মায়া অ্যাঞ্জেলো
স্যার চার্লি চ্যাপলিনের সাথে অ্যালবার্ট আইনস্টাইন
প্রিন্সেস ডায়ানা এবং এলিজাবেথ টেইলর
হেলেন কেলারের সাথে চার্লি চ্যাপলিন
এলভিস প্রিসলি এবং মোহাম্মদ আলি
রোনাল্ড ডাহল এবং আর্নেস্ট হেমিংওয়ে
ওয়াল্ট ডিসনির সাথে সালভাদর দালি
মাইকেল জ্যাকসন এবং উডি অ্যালেন
দ্য থ্রি মাস্কেটিয়ারস
বব ডিলান, নিল ইয়াং এবং এরিক ক্লাপটন
ছোট্টকালে ড্রিউ ব্যারিমোর
ব্রুস লি এবং পুত্র ব্রান্ডন লি
বন্ড জেমস বন্ড---শৈশবে শ্যেন কনেরি
আগে থেকেই লোকটা সেইরকম্মম্মম্ম ট্যালেন্টেড ছিল ---- চিনতে পেরেছেন---গ্যারি ওল্ডম্যানকে
থিওডোর রুজভেল্ট
ফ্র্যাঙ্ক সিনাত্রা
২১ বছর বয়সী লিও তলস্তয় (সাল ১৮৪৯)
গলফ খেলছে ক্যাথেরিন হেপবার্ন
জাস্টিন টিম্বারলেক, জেনিফার ম্যাকগিল এবং রায়ান গসলিং (ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে)
ম্যাথিউ ম্যাককনাওয়ে হাই স্কুলে পড়াকালীন সময়ে
হরর মাস্টার স্টিফেন কিং কে দেখুন!!
ইটির সেটে ড্রিউ ব্যারিমোর এবং স্টিভেন স্পিলবার্গ
ব্রুস লিও নাচতে পারে... শুধু ইয়া ঢিশুলেতেই মাস্টার নয় সে !!
মার্টিন লুথার কিং এবং মারলন ব্রান্ডো
কৈশোরে ভ্লাদিমির পুতিন (বাম দিকে খেয়াল করুন)
রবার্ট ডি নিরো তার বাবার সাথে
**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩