"Fame is a bee.
It has a song--
It has a sting--
Ah, too, it has a wing. "
Hollywood....বিশ্বখ্যাত মুভি industry গুলোর একটি...সেই মান্ধাতা আমল থেকে আজ পর্যন্ত এটির খ্যাতি আকাশচুম্বী শিখরে রয়েছে....কিন্তু Los Angeles এ অবস্থিত এই Hollywood জন্মলগ্ন থেকেই কি মুভি নগরী,হাজারো তারকার জন্মস্থান ছিল ?? উত্তর... ছিল না। আজ Hollywood নিয়ে unusual কিছু তথ্য শেয়ার করব ----
>> Harvey and Daeida Wilcox এর ownership এ Hollywood এর এলাকাটি পূর্বে গবাদি পশুচারণশালা ছিল!!
>> এতে প্রথম মুভি তৈরী হয়েছিল ১৯১০ সালে যার নাম ছিল "In Old California" এবং এর ব্যাপ্তি ছিল মাত্র ১৭ মিনিট ! এই শর্ট ফিল্মের নির্দেশনা করেছিল legendary director D. W. Griffith.. !!!
>>১৯১০ সালের পূর্বে Hollywood এর সকল মুভি থিয়েটার banned হয়ে গিয়েছিল !
>>Nestor Studio Hollywood এর প্রথম studio যা ১৯১১ সালে প্রতিষ্ঠা পেয়েছিল !
>>১৯১৮ সালে চার ভাই যারা basically সাবান ব্যবসায়ী এবং বিক্রেতা ছিল Ohio রাজ্যের... তারা একটি studio প্রতিষ্ঠা করে Hollywood এর বুকে এবং তাদের এই সম্মিলিত উদ্যোগের নামটাই ছিল "Warner Brothers" !
এবং তাদের সেই সম্মিলিত উদ্যোগটি--
>>"The Jazz Singer" ১৯২৭ সালে Alan Crosland দ্বারা নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ছিল যা নির্মাণে সেই সময় $422000 ব্যয় হয়েছিল এবং এর ব্যাপ্তি ছিল ৮৯ মিনিট!
>> প্রথম অস্কার অনুষ্ঠিত হয়েছিল ১৯২৯ সালে Hollywood Roosevelt Hotel এ যাতে ২৭০ জন নিমন্ত্রণ রক্ষা করেছিল মাত্র এবং ১৫ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছিল। সেই আমলের অস্কার এবং এখনকার আমলের অস্কারের মধ্যে একটি মিল বর্তমান...celebration party after Oscar ceremony!
>> Hollywood Studio তে তৈরী হওয়া প্রথম মুভি ছিল Cecile B. DeMille এর ১৯১৪ সালে নির্মিত মুভি 'The Squaw Man' !!
>>Hollywood এর নামকরণ করেছিল এক Real Estate developer Hobart Johnstone Whitley তাঁর Honeymoon উপলক্ষ্যে… ১৮৮৬ সালে!
>>Hollywood প্রাথমিক পর্যায়ে মুভি ইন্ডাষ্ট্রি বা glamorous তারকা তৈরীর কোন জায়গা ছিল না....এটি হয়েছিল real estate business কে ত্বরান্বিত করার জায়গা বা যাকে বলে advertising spot । Developers S. H. Woodruff and Tracy E. Shoults এই জায়গাতে একটি নতুন neighborhood develop করে যাকে বলা হত Hollywoodland. পরবর্তীকালে এই Hollywoodland....Hollywood নামের বিশ্বখ্যাত সিনেমা ইন্ডাষ্ট্রিতে রূপান্তরিত হয়!
>> ১৯৭৩ সালে "HOLLYWOOD" sign কে রং করা হয়েছিল যা পাঁচ বছর পর নষ্ট হয়ে যায়...এর জন্য ব্যয়বহুল repairing এর চিন্তা করা হয় যার ফলে Chamber of Commerce "HOLLYWOOD" ৯ অক্ষর বিশিষ্ট শব্দের প্রত্যেক অক্ষরের জন্য $28000 করে auction ঘোষণা করে এবং ইতিবাচক সাড়া পায় তারা । যে নয়জন auction এ অক্ষরগুলোর renovation এর সহায়তায় অংশীদার হয়েছিল তারা ছিলেন--
H- Terrence Donnelly ( newspaper publisher)
O- Alice Cooper (rock star)
L- Les Kelley (businessman and creator of the Kelley Blue Book)
L- Gene Autrey (singer and actor)
Y- Hugh Hefner (founder of Playboy magazine)
W- Andy Williams (singer)
O-Giovanni Mazza (Italian movie producer)
O- Warner Bros. Studios
D-Thomas Pooley....
এই ছিল আপাতত কালের সংক্ষিপ্ত ইতিহাস
**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৪