যা হোক । আমার অদ্ভূত কথাগুলা আগে তো পুরাটা শেয়ার করি । তারপর সিদ্ধান্ত আপনার ।
ও হ্যা । শুরুতেই আর একটা ভবিষ্যদ্বানী করে রাখি । আমার পোস্ট দেখামাত্রই হয়তো অনেক প্রফেশনাল ফটোগ্রাফার বা যারা খুব ভালো ছবি তুলেন তারা এতোক্ষণে মাইনাস দিয়ে বসে আছেন । আর কয়েকটা গালি ঝেড়ে মনে মনে বলছেন, “হুহ । ফাইজলামু নাকি? পুরান পাগল ভাত পায়না আবার নতুন পাগলের আমদানি । ফটোগ্রাফী কি এতোই সোজা!”
হাহা । তবে তাদের উদ্দেশ্যেই বলি । আমি বলছিনা ফটোগ্রাফী এতো সোজা । কারণ মোবাইল ফটোগ্রাফী কখনোই আপনাদের ফটোগ্রাফীর ধারে কাছেও যেতে পারবেনা । তাই বলে কি আমরা আমাদের ফটোগ্রাফীর স্বপ্ন এখানেই মাটিচাপা দিয়ে রাখবো ? মোটেই না । আমরা আমাদের ফটোগ্রাফীগুলা আর কোথাও না হোক ফেইসবুকে শেয়ার করে একটু ভাব নিতেই পারি । ইট’স সিম্পল

এইবার যাদের জন্য আমার এই পোস্ট লেখা, আই মীন যারা আমার মতো, একটা ভালো ক্যামেরা কিনতে পারছেন না, বাপে টাকা দিচ্ছেনা বা নিজের ইনকাম দিয়ে ক্যামেরা কিনতে গেলে ২সপ্তাহ না খেয়ে থাকতে হবে অথচ ফটোগ্রাফীর নাম শুনলেই মনটা লাফিয়ে উঠে তাদের কাছেই আসি ।
আসলে ভাই ক্যামেরাটা কিন্তু বড়ো কথা না । ইচ্ছাটাই বড়ো কথা । আপনার যদি প্রবল ইচ্ছা থাকে তবে কোনকিছুই অসম্ভব নয় । পুরাটা না হোক কিছুটা তো হতে বাধ্য । তাইলে আর কি লাগে?
(ইশ্ । এতোক্ষণ অনেক প্যাচাইলাম । পাব্লিক বোর হয়ে যাচ্ছে কিনা আল্লাই জানে ।

যা হোক । এবার আসল কথায় ফিরি । NOKIA-3110c দিয়েই যখনই ছবি তুলছেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্যামেরাটার কোয়ালিটি কিন্ত 1.3MP. সুতরাং সব ওয়েদারে কিন্তু ছবি ভালো আসবেনা । ওয়েদার সিলেকশন এখানে অনেক বড়ো একটা বিষয় । এছাড়া ছবি তোলার সময় ক্যামেরার সেটিংস টাও হাল্কা ঠিক করে নিতে হবে । তো এবার এই বিষয় গুলা নিয়েই হাল্কা আলোচনা করি ।
ক্যামেরা সেটিংসঃ
এই মোবাইলটাতে ক্যামেরার সেটিংস যে আহামরি কোন বিষয় তা কিন্তু না । জাস্ট হাল্কা কিছু পরিবর্তন করে নিলেই হবে । এই যেমন ধরুন Image Quality, Image Size (Resolution). Camera Settings এ যেয়ে Image Quality টা High দিবেন। এবং Image Size টা হবে 1280*1024. তবে ক্ষেত্রবিশেষে Image Size টা পরিবর্তন করা যেতে পারে । যদিও সেক্ষেত্রে ছবির Quality টা খারাপ হয়ে যাবে ।
নাইট মোডঃ
বলাবাহুল্য । রাতের বেলা ছবি তুলতে হলে Night Mode টা On করে নিতে হবে । যদিও আপনি যখন খোলা পরিবেশে কোন সূর্যোদয় বা সূর্যাস্তের ছবি তুলতে যাচ্ছেন তখন অনেক ক্ষেত্রে Night Mode টা On না করলেই বরং ভালো ফলাফল দিবে । তবে সেক্ষেত্রে ছবিতে অনেক নয়েজ আসবে যা ফটোশপ এডিটিং এর মাধ্যমে দূর করা সম্ভব ।
ইফেক্ট এবং হোয়াইট ব্যালান্সঃ
এই জিনিসগুলা ছবি তোলার পর এডিটিং করেও ঠিক করে নেওয়া যায় । কিন্তু মাঝে মাঝে এমন এমন কিছু ওয়েদারে ছবি তুলতে হয় যখন এইসব Effect এবং White Balance ঠিক করে নেওয়া ছাড়া আপনি ঠিক যে জিনিসটাকে ফোকাস করে ছবি তুলতে চাইছেন সেটা সম্ভবই হয়না । যেমন খুব মেঘলা দিনে ছবি তুলতে চাইলে Cloud/Solarize Option টা select করতে পারেন । এছাড়া বাকি যেসব কম্বিনেশন আছে সেগুলা আপনার অভিজ্ঞতা ছাড়া এভাবে বলে বুঝানো আসলেই কঠিন ।
ওয়েদার সিলেকশনঃ
এই মোবাইল টা থেকে ছবি তুলতে আপনার সবসময় টার্গেট থাকবে যেন ওয়েদার টা খুব Shinny হয় । দিনের বেলা ব্রাইট আলোতে একটা সাধারণ মোবাইল ক্যামেরা অপেক্ষা এটা দিয়ে যে কতো ভালো মানের ছবি তোলা সম্ভব তা আসলেই অবাক করার মতো ।
এডিটিং:
হ্যা । এটাই কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট । একেবারেই এডিটিং ছাড়া এই মোবাইল দিয়ে আপনি কখনই আপনার কাংক্ষিত ফলাফলটা পাবেন না । Image Quality ভালো করার ক্ষেত্রে এডিটিং মাস্ট । যে কোন ছবিতে হাল্কা এডিট আপনার ছবির মানকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে ।
তবে সবার শেষে একটা কথা বলবো। NOKIA-3110c হলে তো হলোই । NOKIA Xpress Music এর মোবাইল গুলা হলে অনেক ভাল হয় । তবে মোটামুটি আয়ত্তের মধ্যে NOKIA N70/N73 মোবাইল ফটোগ্রাফীর জন্য বেস্ট । Sonny Erricson তো আছেই ।
নিচে আমার NOKIA-3110c দিয়ে তোলা কিছু ছবি শেয়ার করলাম ।
১.
২.

৩.
৪.
৫.
৬.
৭.
৮.
More On:
facebook.com/Riaz.Imran
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১১ রাত ১০:৩২