মালয়শিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ৯২বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির জনপ্রিয় নেতা মাহাথির মোহাম্মদ। নির্বাচনে জয়লাভের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন। প্রিয় ব্লগারদের উদ্দেশ্যে মাহাথির মোহাম্মদের টুইটটি প্রকাশ করা হল।
আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার জীবনের বাকি অংশ মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে ও আত্মসমর্পন করে কাটাতে চাই। আমি এখনো আমার একাকিত্বে মনোনিবেশ করতে পারি। তবুও যখন আমি আমার চোখ বন্ধ করি তখন দেখতে পাই, আমার জনগণকে শোষন করা হচ্ছে।
আমি দেখেছি, শয়তান দ্বারা পরিচালিত লোভাতুর হাত আমার যুবকদের অধিকার কেড়ে নিচ্ছে। আমি জানি আমার কিছু করতে হবে। যারা নিজেদের অপরাধবোধকে অনুধাবন করে না তাদের অপরাধগুলো চোখের সামনে দেখে আমি হাতগুটিয়ে বসে থাকতে পারি না।
হে আল্লাহ, আমি জানি তুমি কেন অনুগ্রহ করে আমার আয়ু ৯৩বছর পর্যন্ত বৃদ্ধি করেছ। আমি এখনো আমার শেষ যুদ্ধ মোকাবেলায় তীক্ষ্ণ ও গভীরভাবে ভাবতে যথেষ্ট শক্তিশালী ও স্বাস্থ্যবান। তোমার অনুগ্রহের জন্য শুকরিয়া, আমি আমার জনগণের অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়েছি ও শত্রুদের দমন করতে পেরেছি। আমার কাজ শেষ করে আমি আত্মার প্রশান্তির সাথে মৃত্যুকে আলিঙ্গন করতে পারব ও জান্নাতে আমার সৃষ্টি কর্তার সাথে সাক্ষাত করতে পারব।
আমার একটি ইচ্ছা হল, মৃত্যুর পর আমার নাম ও নিজেকে প্রশংসিত দেখতে চাই না। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমাকে স্বরণ করার কোন প্রয়োজন নেই। আমি যা করেছি তা শুধু মৃত্যুর পর আপনার সাথে স্বাক্ষাতের আশায় আপনারই প্রেরিত বিধান মেনে করেছি।
যদি কেউ আমাকে শুভেচ্ছা জানাতে চান তাহলে শুধু এতটুকু দোয়া করুন যেন, আমি আমার সৃষ্টিকর্তার কাছে নিরাপদে পৌঁছে যেতে পারি। আমিন
----
আমি অভিভূত, বিস্মিত এবং আনন্দিত। একজন মুসলিম, একজন বিশ্বাসী, একজন আত্মসর্মপিত আত্মার কি দারুণ নিবেদন স্রষ্টার সমীপে! সকল দায়বদ্ধতা যখন পরম প্রভুতে স্থাপিত হয় তখন সেই নির্লোভ, নির্মোহ আত্মার পক্ষেই ভাল কিছু মহৎ কিছু করা সম্ভব হয়।
আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ এতদিন বিশ্বের মানুষের কাছে পরিচিত ছিলেন একজন চ্যাম্পিয়ন ‘স্টেটসম্যান’ হিসেবে। আর এখন তিনি একজন সত্যিকারের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। যিনি বয়সকে উপেক্ষা করে সময়ের প্রয়োজনে আবারো দেশ গঠনের মহান ব্রতে অঙ্গীকারবদ্ধ।
স্যালুট ইউ মাহাথির মোহাম্মদ।
মূল লেখার লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮