রাস্তা পেরুতে ভয়
যদি হারিয়ে যেতে হয়,
তিলে তিলে ঘরে তোলা স্বপ্ন যদি হয় শেষ......
পায়ের তলায় নেই মাটি
ধুলোর ভয়ে মুখোশ আঁটি
তবু হেঁটে চলি আমি নিরুদ্দেশ.......
রাঘব বোয়ালেরা দেয় হুংকার,
বিবেকখানি করে চিৎকার
একা আমি বড় অসহায়.....
ভাঙ্গতে ভাঙ্গতে নিজেকে গড়ি
অমানুষে লুটিয়ে পড়ি
ন্যায়ের মাঝে বেঁচে থাকা বড় দায়.....
ভাঙ্গতে হবে নীতি
পিচাশের গড়া দুর্নীতি
জাগো বাহে জাগো......
এখনি তো সময় ন্যায় গড়ার
কাপুরুষের মুখোশ খোলার
তোমরা সবাই জাগো....
কিসের এতো ভয়
সত্যেরই হবে জয়
লুটেপুটে খাওয়ার দিন শেষ.....
পিছু হাঁটার দিন নয়
সামনে পা বাড়াতে হয়
মনে রেখো তোমরাই তো বাংলাদেশ......
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:১০