রাত হয়েছে খুব,
নিদ্রাহীন চোখ,
কোলাহল পূর্ন শহর এখন নির্জনতায় ডুবে আছে। শহরের রাস্তাঘাটটা এখন কিছু কুকুর দলের রাজত্বে। না জানি কোন মিটিং মিছিল হচ্ছে তাদের। তবে নিজেদের মধ্যে একত্বতার ঘোষণা তাদের ডাকগুলো শুনলেই বুঝা যাচ্ছে।
শেষ রাত্রিতে পথে ঘাটে মানুষের আনোগোনা নেই। তবে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে রাস্তায় প্রহরীর বাশিঁর এক তীক্ষ্ণ সুর।
একটু পরেই সকাল হবে।
মানুষ ব্যস্ত হবে নিজ কাজে।
কোলাহল আর নানা কিচিরমিচির শব্দে ভরে যাবে এই শহর।
ঝঞ্ঝাটযুক্ত যান্ত্রিকতার শহর ঢাকা।
শেষ রাত্রি
রাত : ৪:৪০
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪০