বন্ধু মানে আমি এবং আমি মানেই বন্ধু ।
এরিস্টটলের মতে "বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতা, বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে এক থাকা। জীবনের কোনো বাঁকে নয়, বন্ধুত্বের ব্যাপ্তি সারাজীবন।"
সত্যি করে বলতে গেলে,আমি আমাকে ছাড়া সবচেয়ে বেশি বিশ্বাস আর কাউকে করতে পারিনা। সুখে দুঃখে কিংবা বিপদে আমাকেই আমি সবচেয়ে বেশি খুঁজে পাই। আমার চেয়ে আর কেউ আমাকে বেশি সাহায্য করতে পারেনি।
বন্ধু মানে নাকি শরীরের এক অবিচ্ছেদ্য অংশ। নিজে ব্যথা পেলে ওই অংশটাও ব্যথা পাবে।
বন্ধু মানে নাকি আয়না। নিজের যেখানে তাকালে নিজেকে দেখা যায়।
হ্যাঁ, আমার ব্যথায় আমিই ব্যথিত। আর আমাকে দেখতে আয়না লাগেনা। চোখ বন্ধ করলেই আমি আমাকে দেখতে পারি।
আসলে বন্ধুত্বের যত সংজ্ঞাই আসুক না কেন, আমার নিজের অস্তিত্বে ছাড়া অন্যকারো সাথে কখনও মিলে না। তাই, বন্ধু মানে আমি, আমি মানেই আমার বন্ধু। আর এই বন্ধুত্ব চিরকালের, এই বন্ধুত্ব ভালোবাসা, এই বন্ধুত্ব জীবনের।।
সবাইকে বন্ধু দিবসের শুভেচছা।
"Happy Friendship Day"
০৪ অগাস্ট ২০১৯