আমি ভালবাসার সংজ্ঞা জানি,জানি প্রকার ও উদাহরণ।চাইলেই নিমেষে লিখে পেলতে পারি ভালোবাসা নিয়ে বড়সড় একটি রচনা।যাতে ভালবাসার সূচনা থাকবে,প্রকার, উদাহরণ, সুবিধা-অসুবিধা এবং যবনিকা থাকবে।
,
হয়তোবা লিখে ফেলতে পারি ভালোবাসার একটি উপন্যাস। যেটাতে থাকবে আখ্যান, পরিবেশ,চরিত্র ও তাদের জীবনী।
,
কিন্তু সেদিন কলেজ থেকে আসার পথে দেখলাম কয়েকজন ছেলে একটা মেয়ে বিরক্ত করতেছে। কারণ জিজ্ঞাসা করে জানতে পারলাম তাদের একজন মেয়েটাকে ভালোবাসে। তবে ভালোবাসার এমন প্রকারভেদ আমার জানা ছিলো না। যুগ পাল্টাচ্ছে।সাথে হয়তো ভালোবাসার ধরন ও। তাই নিরবে বিষয়টা মেনে নিতে হলো।
,
কয়েকদিন আগে ফেসবুকের নিউজফিডে লিটনের ফ্ল্যাট নামক কথাটি ভাইরাল হয়েছে। একদিন এক ভাইকে জিজ্ঞেস করলাম, "ভাই সবাই লিটনের ফ্ল্যাট নিয়ে এতো লেখালিখি করতেছে কেন? এটা কি জন্য বিখ্যাত?"
ভাই প্রতি উত্তরে বলল, "ভালোবাসার জন্য। সেখানে ভালোবাসা হয়।" আসলে ভালোবাসার এই প্রকারভেদ ও আমার জানা ছিলোনা। ডিজিটাল যুগের ভালোবাসা হবে হয়তো।
,
কয়েকদিন আগে খবরে দেখছিলাম পার্কে নাকি ছাতার তলে ভালোবাসার আসর জমে। সেটা কোন প্রকার ভালোবাসা সেটা আমি জানিনা। হয়তো এমন না জানা আরো কত প্রকারের ভালোবাসা আছে আমাদের সমাজে।
সবশেষে আমার ভালোবাসার সম্পর্কে জানার সীমাবদ্ধতা দেখে আর উপন্যাস রচনা কিছুই লেখার আগ্রহ রইলো না। শুধু আক্ষেপটা থেকে গেলো আমার উপন্যাসটা শুরুর আগেই শেষ হয়ে গেলো
~ভালোবাসার প্রকারভেদ
~ইসমাইল হোসেন (ভাবুক)
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৫১