পাকিস্তান মাত্র কয়েকদিন আগেই আরব-আমিরাতে পিসিএল শেষ করেছে। তাদের দলের প্রত্যেকটা ক্রিকেটার ভালভাবেই নিজেদের জালাই করার সুযোগ পেয়েছে, এই প্রেক্ষিতে তাদের আত্মবিস্বাস চরমে বলা যায়! তবে পাকিস্তানের সাথে অতিত বাংলাদেশের বেশকিছু মিল খুজে পাই, যেমন: যেইদিন ভাল খেলে সেইদিন যেকোন দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আবার মাঝে মাঝে অলআউট হতেও তাদের বেশি সময় লাগেনা!
অপরদিকে ভারতের ক্রিকেটারেরা নিয়মিত সিরিজ খেলেই আসতেছে, তাদের বিগত দিনের পারপরম্যন্স ও ভালো বলা যায়। দলে আছে বেশ অভিজ্ঞ কিছু ক্রিকেটার যারা যেকোন সময় খেলার মোড পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের খেলার একটা ধারাবাহিকতা আছে, খুব তাড়াতাড়ি তাদের ছন্দ পতন হয়না।
তবে বিগত দিনে উভয়দলের খেলাগুলো দেখে আমার মনে হয় আজকের খেলায় ভারতই ফেবোরাইট।
আজকে পাকিস্তানের টিভি ও ল্যাপটপ গুলোর কপালে কঠিন দুঃখ আছে! হায়রে পাকিস্তান, কেন যে খেলতে আসে!!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯