মহিলারা কেন একসাথে একের অধিক বিয়ে করতে পারেনা, করলে কি সমস্যা হয়?
একবার ইমাম আবু হানিফা (রহঃ) এর নিকট কয়েকজন মহিলা এসে বলল হুজুর একজন পুরুষ একের অধিক বিয়ে করতে পারলেও একজন মহিলা কেন তা পারবেনা? ইসলামতো এটা সঠিক নিয়ম করেনি। আমরা এর সমাধান চাই, আমরাও পুরুষের সমান অধিকার চাই...
তাদের কথা শুনে ইমাম আবু হানিফা (রহঃ) চিন্তায় পরে গেলেন, তাদের বললেন, তোমরা আগামীকাল এসো।
তারপর রাতে তিনি গবেষণা করতে লাগলেন কিন্তু কোনো সমাধান খুজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে তার মেয়ে বিষয়টা বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করলেন আপনাকে এতো পেরেশান মণে হচ্ছে কেনো ? তখন তিনি তার মেয়েকে বিষয়টি বললেন। সব শুনে তার মেয়ে বলল, আমি এর সমাধান দিব, আপনি আগামীকাল তাদের আসতে বলবেন। তোমাদের এই প্রশ্নের উত্তর আমার মেয়ে দিবে তবে একা নয় একটি নির্ধারিত দিনে বিশাল জনসমাবেশে, সেদিন তোমরা গরু, ছাগল, মেশ ও উটের দুধ আলাদা পাত্রে নিয়ে আসবে।
অবশেষে ঐ নির্ধারিত দিনে ইমাম আবু হানিফা (রহঃ) এর মেয়ে মঞ্চে এসে ঐ চার প্রকারের দুধ একপাত্রে ঢেলে দিয়ে মহিলাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি, যে প্রত্যেক প্রকারের দুধ আলাদা করে দিতে পারবে? তখন তারা বলল এটা কিভাবে সম্ভব?
অতপর ইমাম আবু হানিফা (রহঃ) এর মেয়ে বললেন, "যদি এই চার প্রকারের দুধ একপাত্রে রাখার পর আলাদা করা না যায় তাহলে একাধিক পুরুষ একজন মহিলার সাথে মিলনের ফলে যে সন্তান জন্ম নিবে তার প্রকৃত বাবা কে সেটা কিভাবে নির্ধারণকরবে?" অতপর উপস্থিত সকলে বুঝতে পারল যে আসলে মহান আল্লাহর বিধানই সঠিক।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬