ভালোবাসা ফিরে যায় হাত বাড়াতে তোমার
স্পর্শের অবগাহনে পূর্ণ হতে। কিন্তু
বাস্তবতার বিভীষিকায় সে হাত ফিরে আসে
পূর্ণ হয়ে নয়, শূন্য হয়ে নয়, জীর্ণ হয়ে নয়, সে
হয় দগ্ধ।
দগ্ধতা কারো ভালো লাগার কথা নয়,
জীর্ণতা কারো তুষ্টতার জন্য নয়, অপূর্ণতা
কারো তৃপ্তির জন্য নয়, শূন্যতা ও নয় কারো
আবেগের ফসল।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫