এক লোক বসে কাদঁছিল। তার কাদাঁ দেখে এক লোক তাকে প্রশ্ন করল আপনি কাদেঁন কেন?
কাদঁতে কাদঁতে লোকটি বলল-
আমার একটি ছেলে ছিল। আমি তাকে লেখা পড়া শিখিয়ে ছিলাম এই ভেবে যে,
লেখা পড়া শিখে সে একদিন বড় লোক হবে।
সমাজে আমার মুখ উজ্জ্বল করবে।
তাকে আমি
মেট্রিক,
আই.এ,
বি.এ,
এম.এ,
পাশ করাই।
তার পর উচ্চতর ডিগ্রীর জন্য বাহির দেশে পাঠাই।
কিন্ত?
আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল।
আমি তাকে নিয়ে চিকিৎসকের নিকট যাই।
ডাক্তার বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করে জবাব দিয়ে দিল,
এখন তার শেষ সময় চলছে।
এক দিন ছেলে আমাকে বলল আব্বু আমার আর্জিত জীবনের সকল সার্টিফিকেট গুলো আমার সামনে নিয়ে এসো।
যখন আমি নিয়ে এলাম তখন ছেলে বল্ল আব্বু এগুলো আমার সারা জীবনের অর্জন।
ছেলে বল্ল আব্বু আপনি আমাকে সবই শিখিয়েছেন কিন্তু কোরআ'ন কেন শিখাননি?
মৃত্যুর পর আল্লাহর নিকট কি জবাব দিব?
তাকে কি ভাবে মুখ দেখাব?
লোকটি কেদেঁ কেদেঁ বল্ল আমি আমার ছেলেকে কোন জবাব দিতে পারিনি।
মৃত্যুর পর আল্লাহকে কি জবাব দিব?
লোকটি কাদঁতে কাদতেঁ চলে গেল।
এটা কোন কল্পনা নির্ভর কাহিনী নয়। এটাই ইসলাম।
আপনি কি মৃত্যুর জন্য তৈরি আছেন?
কারন মৃত্যু কখনও বলে কয়ে আসে না!
(ফেসবুক থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৮