কাজের কী আর শেষ আছে? একেক পার্টির হাজারোরকম রকম কাজ। হাজারো কাজ কাম থেকে কিছু বিশেষ কাজ কাম তুলে এনেছেন আলিম আল রাজি।
স্বরাষ্ট্রমন্ত্রীঃ চুলে জেল মেখে স্মার্ট হয়ে মাইকের সামনে বাণি দেয়া। অথবা মেক আপ ছাড়া একেবারে খ্যাত হয়ে টিভিতে আসা। স্মার্ট অথবা খ্যাত - এই দুইটার একটা হতে হবে। মাঝামাঝি কোন অপশন নাই।
মানবাধিকার সংস্থাঃ বসে বসে পত্রিকার পাতা উলটানো। কোথায় কোথায় ক্রসফায়ার হলো সেটা লিখে রাখা। বছর শেষে সব ক্রসফায়ারের সংখ্যা যোগ করা। যোগ করে পত্রিকায় প্রকাশ করা। আর আস্তে করে "হায় হায়" করা।
বুদ্ধিজীবিঃ যেটাই ঘটে সেটার ছিদ্র বের করে পত্রিকার পাতা ভরা। পাতা ভরা হয়ে গেলে বিল তোলা। রাতের বেলা টকশোতে গিয়ে পত্রিকায় লেখা কলামগুলো রিডিং পড়ে শোনানো। সেখান থেকে আবার বিল তোলা।
রাজনীতিবিদঃ এদের কাজ আর ভিক্ষুকের কাজের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। শুধু ভিক্ষুকেরা ভিক্ষা করে একবেলা খাবারের জন্য আর এরা করে ৫ বছর খাবার জন্য।
আবহাওয়া অধিদপ্তরঃ এরা পৃথিবীর সবচেয়ে কম কাজ করে। "সারাদেশে বজ্র সহ বৃষ্টি হবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোথাও গুড়ি গুড়ি হবে। আর আর অধিকাংশ যায়গা প্রধানত শুষ্ক থাকাবে" প্রতিদিন এই যায়গাটা আবৃত্তি করাই হলো এদের প্রধান ও একমাত্র কাজ।
র্যাব বাহীনিঃ কালো কাপড় পরে ঘুর ঘুর করা। ইচ্ছা হলে কালো চশমা দিয়ে আকাশ দেখে। দিনে দুই তিনটা মানুষ খুন করা এদের কাজ।
অন্যান্ন সকল সেক্টরের পাবলিককে নিজ নিজ কাজে ফাঁকি দিতে দেখা গেলেও র্যাব ব্যতিক্রম। মানুষ হত্যার কাজটা তারা অত্যন্ত আনন্দ ও নিষ্ঠার সাথে করে থাকে।
বিরোধী দলীয় মহাসচিবঃ রাজনৈতিক বাংলা শিক্ষক হিসেবে কাজ করা তাদের প্রধান কাজ। "তাবেদার" "বরদাস্ত" "প্রত্যাখ্যান" "কালক্ষেপন" "মধ্যবর্তী" ইত্যাদি শব্দগুলো শুদ্ধ উচ্চারণে হাসিমুখে ক্রমাগত বলে যাওয়াটা হলো তাদের দায়ীত্ব ও কর্তব্য।
রাষ্ট্রপতিঃ খাওয়া দাওয়া আর ঘুমানো। মাঝে মাঝে বয়সের ভারে কাঁপাকাঁপি করা। আর শেষ বয়সে মানুষকে ক্ষমা করে নিজের জন্য বেহেস্তের ব্যবস্থা করাও তাদের একটা কাজ।
বিটিভিঃ বিটিভি মানে হলো "বাণি টিভি"। এর কাজ হলো প্রধানমন্ত্রীর চরম ফালতু বাণিকেও এমনভাবে খবরের আইটেম করা যাতে মনে হয় মহান দার্শনিক সক্রেটিসের পরে আর কেউ এমন উচ্চ মার্গীয় বাণি দেন নি।
আন্দোলক ব্লগারঃ ব্লগে পোস্ট দিয়ে শাহবাগে সমাবেশ করা। পরে সমাবেশের ছবি দিয়ে ফেসবুকে অ্যালবাম দেয়া, ব্লগে ফটো ব্লগ দেয়া।
মডুঃ ভাব নিয়ে ঘুর ঘুর করা। "ইউজারদের তথ্য গোপন রাখা হবে" এই মর্মে প্রতিজ্ঞা করা। পরে চান্স বুঝে ইউজারদের গোপন তথ্য ফাঁস করে দেয়া।