বিশেষ দ্রষ্টব্যঃ যাদের পলিটিক্সানুভূতি তীব্র তারা এই পোস্ট হইতে ১০০ হাত দূরে থাকুন।
উৎসঃ আলোচ্য অংশটুকু দেশনেত্রী, আপোষহীন রাজনীতিবিদ, জাতির কান্ডারি, নিজামী ভক্ত, বাংলার মাহাতির তারেক জিয়ার আম্মা বেগম খালেদা জিয়ার জবানী হতে উৎকলিত হয়েছে।
প্রসঙ্গঃ নির্বাচিত অংশে বক্তা তার একটি অত্যান্ত মহৎ মনষ্কামনার কথা বলিষ্ট কন্ঠে উচ্চারণ করেছেন।
সম্প্রসারিত ভাবঃ এটি গভীর ভাব সম্পন্ন বাণি। মাত্র ৫ শব্দের একটি বাক্যে এতো তেজ, এতো দিপ্তি, এতো দৃড়তা... এ যেনো ভাবনার অতিত। কল্পলোকের রাজকন্যার হাসির মতোই অলীক এ বলিষ্ঠতা। কিন্নর কন্ঠের দ্যোতনায় এ যেনো মুক্তির আহবান।
বক্তার মনের অবদমিত স্পৃহা আর বর্তমান সমাজ বাস্তবতার একটি সুন্দর ও সুষ্পষ্ট ব্যাঞ্জনা লক্ষ করা যায় এই লাইনটিতে। গভীরতার মাপ কাঠি বিবেচনায় হয়তো আপেক্ষিকতা আছে, হয়তো আছে ভাব বিশ্লেষনের সম্ভাব্য জটিলতার ভয়। কিন্তু একটা ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট যে বক্তা ল্যাংড়া ও লুলা বানাতে ইচ্ছুক।
তবে একটা ব্যাপার নিয়ে আমরা এখানে প্রশ্ন তুলতে পারি। সেটা হলো, ল্যাংড়া লুলা বানাবেন ঠিক আছে কিন্তু কী দিয়ে ল্যাংড়া বানাবেন? কীভাবে বানাবেন? কাকে দিয়ে বানাবেন? কোন যায়গাটা লুলা বানাবেন?
আমরা জানি আমাদের দেশে হাত ভাঙ্গা কাউকে লুলা বলা হয়, পা ভাঙ্গা কাউকেও লুলা বলা হয়। সম্পুরক প্রশ্ন হিসেবে তাই আমরা বলতে পারি যে বেগম জিয়া এখানে পা ভাঙ্গার কথা বলেছেন নাকি হাত ভাঙ্গার কথা বলেছেন? নাকি দুটো জিনিষই ভাঙ্গার বাসনা পোষন করেছেন?
কেবল হাত ভাঙ্গার কথা হলেও আবার নতুন প্রশ্ন সৃষ্টি হয়। তিনি কোন হাড় ভাংবেন? হিউমেরাস? রেডিয়াস? নাকি আলনা? নাকি অন্য কিছু। পায়ের ক্ষেত্রেও ঘটনা সেম। কোন হাড় ভাংবেন আপোষহীন নেত্রী? ফিমার? টিবিয়া? নাকি ফিবুলা?
এরকম গভীর ভাব পূর্ণ কথায় এরকম অস্পষ্ট ব্যাপার মেনে নেয়া যায় না। অস্পষ্টতা কেবল সন্দেহ সৃষ্টি করে। আর সন্দেহ কখনো ভালো ফল বয়ে আনে না। এ ব্যাপারে জাতীয়তাবাদী গায়ক আসিফ আকবর বলেছেন, "সন্দেহ করো না। প্রিয়া সন্দেহ করো না।"
তাছাড়া আরেকটি কথায়ও আপত্তি তোলা যায়। তিনি বলেছেন ল্যাংড়া লুলা বানিয়ে ছেড়ে দেবেন। কথা হলো কেনো ছেড়ে দিবেন? কোথায় ছেড়ে দেবেন? এতো কষ্ট করে ল্যাংড়া লুলা বানিয়ে তাকে ছেড়ে দিলে তো হবে না। কষ্টের ধনকে ধরে রাখতে হয়। পরম আদরে বুকে আগলে রাখতে হয়। ছেড়ে দিলে হারিয়ে যাবে। অচীন বনে হারিয়ে যাবে। পাখি আর খাচায় ফিরবে না। এ ব্যাপারে গায়ক আকবর গেয়েছেন, "পাখি একদিন উড়ে যাবে"।
মন্তব্যঃ ভবিষ্যতে এরকম মহান বাণি দিলে সবার উচিত হবে বক্তব্য ধোয়ার মধ্যে না রেখে স্পষ্ট করা।
ভাব সম্প্রসারণ সিরিজের প্রথম পর্ব এটা। খেয়েদেয়ে কাজ না পেলে পরের পর্ব দেবো।
পূর্বে ব্যাক্তিগত ব্লগে প্রকাশিত।