অন্জন দত্তের বিখ্যাত গান "এটা কি ২৪৪১১৩৯?" এ গানে শুনেছিলাম অন্জন দত্তের কথা। কিন্তু ফোনের ওপাশ থেকে বেলা বোস কী বলেছিলেন? জানাচ্ছেন আলিম আল রাজি।
বেলা বোস বলেছিলেন
চাকরীটা ওগো পেতেই পারো তুমি
তবুও তোমায় বানাবো না যে স্বামী
সম্বন্ধটা ভাংবো কেনো, কিসের এতো ঠ্যাকা?
চাকরী পেলেও তোমার বাপের আছেই বা কয় ট্যাকা?
স্টার্টিং এ ওরা ১১০০ দিক, আমার কি হলো তাতে?
চাইনিজে যেতে ২২০০ লাগে মরতে চাইনা ভাতে।
চুপ কর গাধা মাফ কর মোরে
দে ছেড়ে দে লাইন।
হ্যা এটাই ২৪৪১১৩৯
বেলা বোস আমি শুনতে পাচ্ছি ফাইন।
মিটার বাড়ুক তোমার পাবলিক টেলিফোনে
মোবাইল তো আর পারবে না দিতে কিনে।
স্বপ্নের আমি গোস্টি কিলাই শুনো।
এতো দিন ধরে আমি মরি মরি।
রাস্তার কোন স্বস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
তুমি শুধু টানতে কেবল বিড়ি।
প্রতিদিন আমি বিল দিয়েছি পারবোনা দিতে আর।
জন্জাল ভরা মিথ্যা শহরে হবেনা
তোমার আমার টানাটানির সংসার।
চুপ করে তুমি কাদছো ফুপিয়ে।
ভালো একটা মেয়ে দেখে করে ফেলো এবার বিয়ে।
মরে গেলেও তোমার কাবিনে করবোনা আমি সাইন।
হ্যা এটাই ২৪৪১১৩৯।