এ বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই একটি চমৎকার অনলাইন ম্যাগাজিনের সাথে পরিচয় হলো, “অবসর”। মাসিক ভিত্তিতে বের হওয়া এই দারুণ ম্যাগাজিনটি তার প্রথম সংখ্যা থেকেই বৈচিত্র্যময় সব বিষয়ের অনন্য সমাবেশ ঘটিয়েছে তার প্রতিটি সংখ্যায়। একই সাথে প্রতিটি লেখার গুণগত মানের ব্যাপারেও ছিলো আপোষহীন। সমকালীন রাজনীতি থেকে শুরু করে সমাজ জীবনে খটমটে অর্থনীতির প্রভাব, প্রকৃতি ও পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির মত কঠিন বিষয়গুলি উঠে এসেছে সহজ সরল সাবলীল ভাষায়। তার সাথে যুক্ত হয়েছে চিরন্তন সাহিত্য, বর্ণিল বিনোদন, ভ্রমণ, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার এবং খেলাধুলার মত বিষয়গুলো। বাদ পড়েনি ফ্যাশন, লাইফ স্ট্যাইল এবং বিশেষ দিবস সমুহও। উত্থানেই তার জাত চিনিয়ে যাচ্ছে অনলাইন ম্যাগাজিন “অবসর”।
আসছে ১৯ জুলাই বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক হুমায়ূন আহমেদ'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই কিংবদন্তী মানুষ শুধুমাত্র একজন লেখক ছিলেন না, তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন। তাঁকে স্মরণ করতে 'অবসর' ম্যাগাজিন পাঠকদের কাছ থেকে তাঁর সাহিত্য নিয়ে, পাঠক-মনে হুমায়ূনের উপস্থিতি নিয়ে স্মৃতিচারণ, প্রবন্ধ অথবা পাঠকের নিজস্ব অনুভূতির গল্প নিয়ে জানতে চায়, জানাতে চায়।
তাঁর অনবদ্য সৃষ্টি – হিমু ,মিসির আলী অথবা নাট্যমঞ্চের বাকের ভাই এখনও সবাইকে নির্মল আনন্দ দেয়। সেলুলয়ডের ফিতায় ‘আগুনের পরশমণি’ অথবা ‘ঘেটু পুত্র কমলা’ একটুকরো দলিল, ঠিক তেমনই মুদ্রণে ‘জোছনা ও জননীর গল্প’ অবশ্য পাঠ্য । হুমায়ূন স্মরণে তাঁর দেয়া সেসব অনবদ্য সৃষ্টিদের নিয়ে অনাবিল আনন্দ, দুঃখ অথবা বিশ্লেষন উঠে আসবে নতুনদের লেখায়, তবেই তিনি আমাদের মাঝে নতুন করে বেঁচে উঠবেন, নতুন করে ভাবাবেন । তাই লিখুন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
লেখা পাঠানোর শেষ তারিখঃ ১৫ জুলাই ,২০১৪।
লেখা পাঠানোর মেইল অ্যাড্রেসঃ [email protected]
অনলাইন ম্যাগাজিন অবসরের ওয়েব অ্যাড্রেসঃ http://www.obosorbd.com
শুধু হুমায়ূন আহমেদকে নিয়েই নয়, আপনিও হতে পারেন অনলাইন ম্যাগাজিন অবসরের একজন নিয়মিত লেখক। ভাবছেন কি নিয়ে লিখবেন? আপনার লেখার বিষয় হতে পারে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য (গল্প, কবিতা), বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৃতি ও পরিবেশ, সমাজ জীবন, যাপিত জীবন, ভ্রমণ, বিনোদন, খেলাধুলা, বিশেষ দিবস সমূহ। যুক্তি সঙ্গত স্বাধীনচেতা লেখনীর উন্মুক্ত এই ক্যানভাস নতুন প্রতিভাবান লেখক ও গবেষকদের জন্য সর্বদাই উন্মুক্ত । ম্যাগাজিন সংশ্লিষ্ট বিষয় গুলোর লেখা পাঠকের মনে নতুন চিন্তার জন্ম দিবে । শুধু সমস্যা বলে যাওয়া নয় আমাদের দেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি কোন পথে সেইটাই লেখকদের লেখায় বেশি করে অনুসন্ধান করা হবে। ইট কাঠের অবরুদ্ধ নগরীর বিষণ্ন বাতাস থেকে পাঠককে মুক্ত করে বিরামহীন জীবনে একদণ্ড সোনালি সুখ এনে দেওয়াই ‘অবসরে’র উদ্দেশ্য। প্রকৃতি ও জীবনের মধ্যে যে জটিল মনস্তাত্বিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে, অবসরের পাতায় উঠে আসে তার অন্তর্নিহিত রহস্য। স্বাধীনতার চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক মূল্যবোধে বিশ্বাসী হয়ে নিরপেক্ষ এবং সময়োপযোগী লেখনীর মাধ্যমে অপ্রকাশিত সত্যকে উন্মোচন করে নতুন প্রজন্মকে ইতিহাসের মুল স্রোতধারায় ফিরিয়ে আনার সংকল্পের এই স্রোতে পাঠক ও লেখক আমন্ত্রিত ।
সমসাময়িক সময়কে অনুধাবন ও বিশ্লেষণের দর্শন নিয়ে এগিয়ে চলা অবসরের উদ্দেশ্যগুলো হচ্ছে -
১. বাংলার ইতিহাস ঐতিহ্য ধারণ করে তুলে আনা ।
২. স্বাধীনতার স্বপক্ষে - মুক্ত চিন্তার ধারক ও বাহক ।
৩. যুক্তি সঙ্গত স্বাধীনচেতা লেখনীর উন্মুক্ত ক্যানভাস । নতুন প্রতিভাবান লেখক ও গবেষকদের পীঠস্থান ।
৪. সামাজিক সমস্যার এবং সম্ভাবনার অনুসন্ধান ।
আপনিও হাঁটবেন এখানে , এটাই বিশ্বাস । কারন অবসর মানবিক মূল্যবোধের চর্চার উর্বর ভূমি ।
লেখা পাঠানোর মেইল অ্যাড্রেসঃ [email protected]
ছবিসূত্রঃ অন্তর্জাল।