অনন্যা প্রকাশনী থেকে শেষপর্যন্ত বের হল বইটি, "দেখা আজও হঠাৎ"! ২০ই জানুয়ারি ২০১৭-তে যখন চূড়ান্ত পাণ্ডুলিপিটি, অনেক ঘষামাজা করার পর, প্রকাশক মনিরুল ভাইয়ের কাছে জমা দিলাম, তখনও নিশ্চিত ছিলাম না বইমেলা ধরতে পারব কি না, তবে আজ বইটি হাতে নিয়ে নতুন লেখকের অনুভূতি উপলব্ধি করলাম। অনন্যা'র প্যাভিলিয়নে আজ থেকে ছোটগল্পের এই বইটি পাওয়া যাবে বলে প্রকাশক জানালেন। আশা করি, কাল মেলাতে দেখা হবে! রঙিন পৃথিবীর রঙ-ছাড়া অংশটি জীবনে চলতে গেলে সবাইকেই মনে হয় হঠাৎ হঠাৎ দেখতে হয়, এই লেখাও তার বাইরে নয়!
বইয়ের নামঃ "দেখা আজও হঠাৎ"
লেখকঃ রাজীব হাসান
বিভাগঃ ছোটগল্প (১২টি গল্প)
প্রকাশকঃ অনন্যা
প্রকাশিত মূল্যঃ ১৩৫ টাকা
কিছু বানান ভুল বের হতে পারে, ক্ষমাপ্রার্থী!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১