স্বাধীনতা তুমি গুলির ভয় এড়িয়ে
বঙ্গভবনের হাঁস, মুরগী, চেয়ার, টেবিল নিয়ে চম্পট দেওয়া।
স্বাধীনতা তুমি হাসিখুসিতে
সংসদ ভবনে ঢুকে আসনে বসে আরামসে সিগারেট খাওয়া।
স্বাধীনতা তুমি পুলিশেকে ভেংচি দিয়ে,
সদর দপ্তরে আগুন জ্বালিয়ে ব্যাটাগিরি করা।
স্বাধীনতা তুমি সুরক্ষা ভেদ করার হিম্মত দেখিয়ে,
জেলখানা ভেঙ্গে স্বজাতির ভাই-বেরাদরকে বের করে আনা।
স্বাধীনতা তুমি ইসলামী জোশে
ভাস্কর্য ভেঙ্গে চুরমার করে বামপন্থীদেরকে শাসিয়ে দেওয়া।
স্বাধীনতা তুমি তারিখ পরিবর্তন করে ১দিনের মধ্যে
২৬শে মার্চ ১৯৭১ থেকে ৫ই আগস্ট ২০২৪ হয়ে যাওয়া।