প্রথমেই শাহবাগের প্রজন্ম চত্বরে দিন রাত খেয়ে না খেয়ে পড়ে থাকা ভাই বোনদের প্রতি সশ্রদ্ধ সালাম।।
আমি গনজাগরনের সকল মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া ফটোগ্রাফার ভাই বোনদের উদ্দেশে একটা আবদার রাখতে চাই।
আমি খুবই সামান্য একজন শখের ক্যামেরাম্যান। ক্যামেরার ক ও জানিনা। তুলতে ভাল লাগে তাই তুলি। তবে ছোট মুখে একটা বড় আবদার রাখতে চাই সবার কাছে।
শাহবাগের নবজাগরণে সবাই দুর্দান্ত সব ছবি তুলছে এবং শেয়ার করছে সবার সাথে। এই আন্দোলনের ছবিগুলো কি কপিরাইটের বাইরে রাখতে পারি আমরা সবাই মিলে? কারন এই আন্দোলন বা আমাদের মুক্তিযুদ্ধ কোন দলের বা কারও নিজের একার না। এই জিনিস সবার সম্মিলিত এক গর্ব। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, শাহবাগের ছবিগুলো অন্তত আপনারা সবাইকে ব্যবহারের অনুমতি দিন।
আমার কাঁচা হাতে তোলা কিছু ছবি আছে আমার এই এ্যালবাম এ। জানি লাগবে না, তবুও যদি কারও যেকোনো কাজে অরিজিনাল ফাইল দরকার হয়, আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। :-) ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪