ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে বর্তমানে ওয়েবডিজাইন ও ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্টে সবচাইতে বেশি সম্মানী পাওয়া যায়। বর্তমান বিশ্বে কোন কোম্পানীর ওয়েবসাইট নেই এটা কল্পনাও করা যায়না। কোম্পানীর ওয়েবসাইট করার পাশাপাশি ব্যক্তিগত ওয়েবসাইট, ইকমার্স ওয়েবসাইটও তৈরী হচ্ছে প্রতিদিন। যারা এস ই ও কাজ করেন তাদের ওয়েবডিজাইনের ব্যপারে ভাল ধারনা না থাকলে ভালভাবে কাজ করতে পারেননা। ব্লগার, এস ই ও এক্সপার্ট সহ যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে চান সবার জন্য ওয়েব ডিজাইন জানা জরুরী। তাছাড়া এটি শিখে কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে গড়া যায় সম্মানজনক ক্যারিয়ার। সেজন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজন করেছে দিনব্যপী ওয়েবডিজাইন কর্মশালা।
কর্মশালাতে যা শিখবেনঃ
• ওয়েবডিজাইনে ব্যবহৃত শব্দ
• ওয়েবডিজাইন করার জন্য যা যা জানতে হবে।
• PSD to HTML ডিজাইন
• CSS ওয়েবডিজাইন
• Cpanel এর সাথে পরিচিতি
কারা আসতে পারবেনঃ
• যারা CSE তে পড়াশোনা করছেন।
• যারা SEO এর কাজ করেন।
• যারা আউটসোর্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান।
• যারা ওয়েবডিজাইনার হিসেবে চাকুরী করতে চান
ওয়ার্কশপ বিস্তারিত
তারিখঃ ২১ ডিসেম্বর’২০১২,শুক্রবার
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
রেজিষ্ট্রেশন ফিঃ ১০০০টাকা
যোগাযোগঃ ক্রিয়েটিভ আইটি লিঃ
অর্কিড প্লাজা (৬ষ্ঠ তলা), হাউজ #২, রোড# ২৮(পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোনঃ ০১৬১৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫
http://www.creativeit-inst.com
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/creativeit/
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৩