এক সেলুনে এক ভদ্রলোক চুল কাটাচ্ছিলেন। নাপিত ব্যাটা তাঁকে ফিসফিস করে বললো, " ঐ যে পিচ্চি পোলাডা আছে, ঐডার মতন ভোদাই আর নাই। "
ভদ্রলোকের সামনেই নাপিত পকেট থেকে একটা পাঁচ
টাকার নোট আর একটা একটাকার কয়েন বের করে ছেলেটিকে ডাকলো, " ঐ পিচ্চি, কোনডা নিবি "??
ছেলেটি এক টাকার কয়েন বেছে নিল।
নাপিত হাসতে হাসতে ভদ্রলোককে বললো, "দেখছেন কারবারডা!! ভোদাইডা কখনোই শিখে না! "
ভদ্রলোক কাজ শেষ করে সেলুন থেকে বের হয়ে দেখলেন ছেলেটা আইসক্রিম খাচ্ছে। তাঁকে গিয়ে জিজ্ঞেস করলেন, " এই পোলা! তুই প্রত্যেকদিন পাঁচ টাকা থুইয়া এক টাকার কয়েন নেস কেন? ছেলেটা আইসক্রিম খেতে খেতে জবাব দিল, "কারন, যেইদিন আমি পাঁচ টেকা নিমু, সেইদিনই এই খেলা শেষ হইয়া যাইবো "। আপনি যাদের বোকা ভেবে ফায়দা নিতে চাচ্ছেন, তারাই আপনাকে বোকা প্রমানিত করবে। সুতরাং অপরকে নিয়ে উপহাস করার চেয়ে নিজের সম্পর্কে আরো জানুন।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৭