জীবন মানে কি
শুধু সিঁড়ি ভেঙ্গে উপরেই ওঠা ?
পাওয়া নাপাওয়ার এই যে বাতুলতা ,
চরম স্বপ্নগুলো অক্টোপাসের মত
পেঁচিয়ে আছে ।
যেন শ্বাশ নেবার উপায় নেই ।
সিঁড়ি ভেঙ্গে উপরে উঠতে উঠতে যদি ,
সোনালী রদ্রু , অগ্নি ঝরা দুপর ,রুপালি চাঁদ কে নিচে ফেলে আসি।
তখন হাহাকারের চাদরে জড়ানো পৃথিবী নিয়ে কি লাভ ,
যার উত্তর মেরু তে আমি , দক্ষিণ মেরু জীবন ।
দুইয়ের মাঝে এত ব্যবধান কেন ?
হংস ছানার মতো জল কেলি করতে করতে বেড়ে উঠলে ,
আমার হাওয়েলি হতে পারতো , স্থল ,জল ,আম্বর
যাহা আমি খুঁজিয়া বেড়াই ।
শত ব্যস্ততার মাঝে যদি কেউ হাত ধরে বলতো,
কি হয়েছে তোমার ?
চলনা শরতের নীল আকাশে মেঘের জটলা দেখি ।
কাশ ফুলের মত নরম হাত খানি ধরে ,
শিশিরের ন্যায় স্বছ তার আঁখি দিয়ে মেঘের জটলা দেখব ,
যাহা আমি খুঁজিয়া বেড়াই ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:২১