এটা আমার কোন মৌলিক লেখা নয়, আজকে এবং গত ২-৩ দিন ধরে যেসব বানোয়াট কথাগুলো মিডিয়া এবং আমাদের তথাকথিত "দেশপ্রেমিক" সরকার প্রচার করছে, তার ভিতরের সত্যিকারের সত্যি কথাগুলো অনেকেই ফেসবুকে নোটে বা ব্লগে সবাইকে জানানোর চেষ্টা করছে। আমার এই ব্লগটি শুধু সেই লেখাগুলোর একটু সংকলন। এই দেশে সত্যিকারের কোন আন্দোলনেই কখনো কোন রাজনৈতিক শক্তি থাকে না, সেটা লিমনের অবিচারের ব্যাপারেই হোক, নিজেদের সম্পদ রক্ষার ক্ষেত্রেই হোক আর কোন ধর্ষকের বিচারের ক্ষেত্রেই হোক, সাধারণত পক্ষে থাকে মিডিয়া। কিন্তু আমাদের পাশে বেশিরভাগ এবং স্বনামধন্য মিডিয়াই নেই, বরং প্রধানমন্ত্রীর বান্ধবীকে বাঁচাতে অনেক মিডিয়াই মিথ্যা এবং বানোয়াট কথা প্রচার করছে। আমাদের কথা তাই আমাদেরকেই মানুষের কাছে পৌঁছাতে হবে আর সেক্ষেত্রে আমাদের একমাত্র হাতিয়ার এই ব্লগগুলো। একবার এই লেখাগুলো দেখলেই যে কেউ সম্পুর্ণ খবরটা জানতে পারবেন।
এই লেখাগুলো আমাদের এক আপুর যিনি প্রতিদিনের ঘটনাগুলো পরপর লিখে গেছেন।
১) আমাদের ভিকারুন নিসা তো এমন ছিল না! ০৫ ই জুলাই
২) বহুদিন পর কালকে ভিকারুন নিসায় যাচ্ছি, ১১টায়; তবে............। ০৮ ই জুলাই
৩) জাগো নারী জাগো; বহ্নি শিখা! (প্রসঙ্গ ভিকারুন নিসা) ০৯ ই জুলাই
৪) ভিকারুন নিসার আজকের মানব্বন্ধন নিয়ে কিছু প্রশ্নের বিস্তারিত উত্তর ১০ ই জুলাই
৫) ভিকারুন নিসার সন্তান হিসেবে আমরা আজ গর্বিত ১১ ই জুলাই
৬) বেলি রোড থেকে শহীদ মিনার; একটি ঘটনাবহুল দীর্ঘ দিন! ১২ ই জুলাই
৭) ভিকারুননিসায় বুধবার দিনভর নাটকীয়তা
**এই দিন আপু যে লেখাটা লিখেছিল, সেটা কোন কারণে সামুর বাগ খেয়ে ফেলে, তাই বিস্তারিত দিতে পারলাম না। কিন্তু এই দিনেও ছাত্রীরা সারাদিন স্কুলে ছিল এবং আম্বিয়া আপাকে অধ্যক্ষ ঘোষণা করায় ছাত্রীরা কিভাবে খুশিতে কেঁদে ফেলেছিল, আপনারা তা দেখেছেন।
আম্বিয়া আপার রিটায়ারে আর মাত্র ৩ মাস বাকি, মেয়েদের অনুরোধেই আপা এ দায়িত্ব গ্রহণ করেছিলেন। আপা সারাজীবন যেই ভালোবাসা আর শ্রম স্কুলকে দিয়ে গেছেন, আপার কোন দরকারই ছিল না এর মাঝে এগিয়ে আসার। নিজের মেয়েদের কথা ফেলতে পারেননি বলেই এসেছিলেন। হ্যাঁ, মেয়ে। ছাত্রী না। আমরা ভিকিরা শিক্ষককে শুধু শিক্ষক হিসেবে ভাবতে কখনোই শিখি নাই। আমরা সবসময়ই নিজেদের মা-বাবার মতই দেখে এসেছি শিক্ষকদের। কারণ, আমরা সবসময়ই সেইরকম স্নেহ আর শাসনই পেয়েছি উনাদের কাছ থেকে। তাই আজ যখন কোন ধর্ষককে 'ভিকারুননিসার শিক্ষক" বলা হয়, আমরা অপমানিত হই। দুঃখে কষ্টে আর ক্ষোভে চোখে পানি আসে, ঐসব নরকের কীটের নাম কখনো আমাদের পিতৃতুল্য স্যারদের সাথে উচ্চারিত হয়েছিল বলে। বাবার অপমান, মেয়ের অপমান। আমাদের একটা স্যারকেও যখন এই ব্যাপারে কারো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে,আমাদের শিক্ষকদের তখন লজ্জিত হতে হয়েছিল। এই লজ্জা আমরা কখনোই ভুলব না। আর আম্বিয়া আপা এমন একজন শিক্ষক যাকে মেয়েরা একদিকে যমের মত ভয় পায়, আরেকদিকে পাগলের মত ভালোবাসে। ভয় পায় তার কঠোর নিয়মানুবর্তিতার জন্য আর ভালোবাসে আপার অসীম স্নেহের জন্য। আমরা যারা আপার ছাত্রী, আমরা জানি আপা কোন রকম অন্যায় কখনোই মেনে নেবেন না আর এটাই হয়তো কারণ আপাকে তড়িঘড়ি করে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেয়ার।
আরেক আপুর লেখাঃ আম্বিয়া আপার জন্য। আমরা সরি ,আপা।
মৌলবাদী আম্বিয়া আপা ও এক হাতে তালি বাজে না !!!
কেউ কি জানবেন আমাদের জন্য আম্বিয়া আপা কে? ১৫ ই জুলাই
৮) ব্লগার আলিম আল রাজির পোস্ট সবাই দেখেছেন। তবুও ধারাবাহিকতা রক্ষার্থে। সেই সাথে ধন্যবাদ রাতমজুরকে।
ভিকারুন্নেসা'র সর্বশেষ অবস্থা (আপডেট সহ) ১৪ ই জুলাই,
এবং অবশেষ..
আমরা বলি 'ভিকিস রুল'....... আজকে দেখিয়ে দিলাম ১৪ ই জুলাই,
এবার আসি মিডিয়ার কথায়। এই কয়দিন কতজন কতরকম খবর বানিয়েছে, সবাই দেখেছেন। এগুলো কতদূর অসত্য তা এর মধ্যেই অনেকে যুক্তিযুক্তভাবে আর অনেকে ক্ষোভ সামলাতে না পেরে সরাসরি বলে ফেলেছেন।
প্রথমে ভিকিদের পক্ষ থেকে আমাদেরই এক আপুর যুক্তিপূর্ণ লেখাঃ
Some FACTS of VNC PROTEST.. TODAY'S DIARY
আরেকজনের আবেগী কিন্তু সত্যি কথা। প্রতিটা ভিকির মনের কথা। হ্যাঁ, ভিকি। এক্স ভিকি না, কারণ হয়তো আমাদের এখন স্কুল-কলেজ শেষ, অনেকক্ষেত্রে অনেকে এখন চাইলেই সামনে চলে আসতে পারি না। কারণ আমরা বিশ্বাস করি, আমরা সবাই একটি পরিবার। এই পরিবারটিকে কখনোই কোন তৃতীয় শক্তি এসে দ্বিধাবিভক্ত করতে পারবে না।
ঘুমাচ্ছেন?? ঘুমান। ১৪ ই জুলাই
আর সবশেষে তথাকথিত এক নম্বর দৈনিক প্রথম আলোর প্রশ্নবিদ্ধ অবস্থাণ নিয়ে কিছু কথাঃ
ভিকারুন্নিসার সাম্প্রতিক ঘটনায় প্রথম আলোর অবস্থানটা আসলে কোন পক্ষে?
১৫।০৭।২০১১ এর সম্পাদকীয় নিয়ে আমাদের আরেক সহপাঠীর লেখা :
Power Vs. JUSTICE—ন্যায়ের পথে থাকা আমরা ভিকিরা কি হেরে যাব? ১৫ ই জুলাই
পরিমলের আটক থাকাকালীন আতিথেয়তাঃ
ধর্ষক পরিমলের জন্য ডিবি অফিসে ছাত্রলীগের ফলচক্র ও অতিথিযতা
আমাদের ভিকিদের গ্রুপ, এখান থেকে প্রকৃত ঘটনা, ছবি ও আপডেট পাওয়া যাবে।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে ঘটে যাওয়া প্রকৃত ঘটনা
এবার আমরা দেশদ্রোহী। আর কি কি বলা হবে??
মিডিয়াকে ভিকি নিউজ পাবলিশে স্ট্রিক্ট সরকারী নিষেধাজ্ঞা, ব্লগারদের পরিচয় খোঁজে ডিবি, ইসলামিক টিভির রিপোর্ট, হোসনেআরাকে সরানোর প্রচেষ্টা
পড়ুন। পড়ে নিজেরাই বিচার করুন কে সত্যি আর কে মিথ্যা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ২:২০