ভাবছিলাম কয়েক দিন রিলাক্স থাকবো । পোস্ট টোস্ট দিব না । অবশেষে দিলাম । আমি একজন অতি নবীন ও ক্ষুদ্র ব্লগার । বেশ কিছু ভালো মানুষের আদরে স্নেহে আছি, এটাই অনেক প্রাপ্তি । তাঁদের কারণে ব্লগে বারবার ফিরে আসি ,নজর রাখি । আমার কথাই কেউ মন খারাপ করলে ,আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি । আমার মুখে এসব কথা মানায় না । তবে ব্লগ পরিবারের একজন সাধারণ সদস্য হিসাবে মতামত রাখার অধিকার যেহেতু সামু দিয়েছে তাই চেষ্টা ।
মন্তব্য প্রতি মন্তব্য নিয়ে আমার ভাবনা
অল্প সময়ে যতটুক অভিজ্ঞতা হয়েছে ;সেই আলোকে কিছুটা হলেও বুঝতে পারি ,একজন লেখকের বা কবির কতটুক কষ্ট করতে হয় একটি পোস্ট করার জন্য । যারা মান সম্মত পোস্ট দিয়ে আসছেন তাঁদের তো আরও বেশি পরিশ্রম করতে হয় লেখাটি প্রস্তুত করতে । কত সব ভাবতে হয় । বারবার ফ্রিরাইটিং,ড্রাফটিং,এডিটিং সব মিলিয়ে অনেক সময়ের ব্যাপার । শতশত ভাবনার মাঝে একটি ভাবনা কে পুঁজি করে পোস্ট উপযোগি কিছু লেখেন । কোথায় যেন ভুল না হয়,ব্লগে পাঠক পড়বে তো ! আরেকটু কিভাবে ভালো করা যায় !আগের লেখা থেকে এটা কি আরও ভালো হচ্ছে ! বারবার তথ্যটা যাচাই করে নেন,ডিকশনারি খুলে দেখেন বা গুগল করেন কতটুক সত্যতা আছে তথ্যটির । সব মিলিয়ে আপনার পোস্টটি নির্ভূল হতে আপনার চেষ্টার অন্ত নেই । তবু কিছু ভুল থাকলে এবং সেটা যদি কোনো পাঠক ধরিয়ে দেয় হয় ইতিবাচক নিয়ে সাদুবাদ জানান ,নয়তো দীর্ঘশ্বাস বেড়িয়ে যাই । এগুলো প্রায়ই ভাবি । তারপর ব্লগে দেওয়া । একজন পাঠক হিসাবে আমার ভিষণ খারাপ লাগে যখন এত কষ্টের একটি লেখা কমেন্ট বক্সে মান সম্মত যথার্থ কমেন্ট করতে পারি না । কষ্ট পাই । ভালো লাগে যখন কারও লেখা বেশি পঠিত হয় ,ভালো মন্তব্য পাই । যেন আমারই সেই লেখা । একজন লেখক/কবি কিন্তু যথেষ্ট বোধ ক্ষমতা নিয়ে ব্লগে এসেছে । সে নিশ্চয় বুঝতে পারে কোন লেখাটি আপনি কতটুক পড়ে মন্তব্য করলেন নাকি শুধু লাব্বায়িক বলার জন্যই কমেন্ট । তিনি হয়তো কিছু বলেন না ,আন্তরিকতার খাতিরে কিন্তু সব বুঝেন তিনি, আমার বিশ্বাস ।
কেউ যখন উপরে কারও মন্তব্য রেখে নিচে কারও প্রতি উত্তর করে বিষয়টা খারাপ লাগে । তাহলে বুঝা যাচ্ছে সেই মন্তব্যটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ । একটি বৈষম্য সৃষ্টি হয়ে যাই । তাহলে কি ছোট করা হয় না। পোস্টে যারা কমেন্ট করে তাঁরা নিশ্চয় পাঠক এবং সমান গুরুত্ব আশা করতে পারে । তবে দিনশেষে আপনার ব্লগ আপনার সিদ্ধান্ত । বা আপনার কাছে জরুরি মনে হলো যে, নিচের কোনো মন্তব্যের আগে উত্তর দেওয়া উচিত । পাঠক হিসাবে সবাই তো এক রকম মনে হয় । হ্যাঁ তাঁরা কেউ ভালো লেখক বা কবি । যখন কারও ব্লগে এসে কমেন্ট করে তখন একজন পাঠক তিনি । পোস্টের আলোকে । কেউ যদি মন্তব্য অনুসারে প্রতি উত্তর দেয় তাহলে প্রশ্নটা থাকছে না । যাকে উত্তর দিলেন তাঁর ভাবার সুযোগ নেই আগে বা তাঁদের আগে আমার উত্তর কেন দিলো না ! তাঁরা নিশ্চয় স্বাভাবিকভাবে নিবে এবং ভাববেও না এসব । কিন্তু যখন এটা করেন একজন ব্লগার/ লেখক/কবি হয়েই বৈষম্য তৈরী করে দিলেন । আর আম প্লাবলিকরা কি রকম বৈষম্য তৈরী করতে তা নাই বললাম । বলতে পারেন আরেহ ভাইয়া ব্যস্ত ছিলাম । তাহলে তো একদম উত্তর না দিলেই হয় । সময় পেলে ক্রমানুসারে দিলেন । এতে করে কেউ মাইন্ড করবে না । একজন পাঠক আশা করতেই পারেন আপনার আন্তরিক একটি প্রতি উত্তর । তাঁকে স্বাভাবিক সৌজন্য দেখানো টা নৈতিক ব্যাপার । দিনশেষে তাঁদের জন্যই আমরা লিখি ।যদি বেশি ব্যস্ত থাকেন ,ব্লগে সময় দেওয়া যাচ্ছে না । সময় পাচ্ছি না । উত্তর দিতে পারছি না ইত্যাদি ইত্যাদি ...অনন্ত একটি কমেন্ট করেও কিন্তু দুঃখ প্রকাশ করে সবার উদ্দেশ্যে কিছু বলা যায় । এতে করে বোধহয় ব্লগীয় আন্তরিকতা বাড়বেই । বিঃদ্র-অতি ক্যাঁচাল পোস্টে ভিন্ন কথা ,আরও কিছু বিষয়ে আপনার সহব্লগার নিশ্চয় মনে কিছু করবে না ।
ছোট করে একটু স্মৃতিচারণ করি । ব্যক্তিগত ভাবে হঠাৎ দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম ;বাংলাদেশের যতদূর পারা যাই; সকল ফুলের লিস্ট করে সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে অনলাইনে সবার জন্য রাখবো । যাতে করে আগামির প্রজন্মরা জানতে পারে সহজে । কিন্তু সেই কাজ খুব একটা করতে হয়নি । কেন ? সেই কাজ অনেক আগে সফলতার সাথে এই ব্লগের সবার প্রিয় রাজামশাই করে গেছেন । আমি এই ব্লগে নিক নেওয়া আগে থেকে উনার এই মহান কাজের ব্যাপারে জানতে পাই । ফুল প্রিয় সবার কাছেই তিনি বেঁচে থাকবেন । এই প্রযুক্তির যুগে তার কৃতকর্ম সহজে হারিয়ে যাবে না । একটা সময় সামু কতটুক উঁচুতে যাবে । সেটা সামু নিজেও হয়ত কল্পনা করতে পারে না ।
দেখে নিন রাজামশাইরে কমেন্ট-
এই মূল্যবান পোস্টে মন্তব্য করেছিলেন
এই পোস্টে মন্তব্য করেছিলেন আমাদের সবার প্রিয় জানা আপু,কাল্পনিক ভালোবাসা ভাইয়া ,পুরাতনের মধ্যে এখন যাদের নাম দেখি -সোহানী আপু ,গিয়াস উদ্দিন লিটন সাহেব । তাঁদের পোস্টের কি ওজন ,আর কমেন্ট বক্সে পাঠক এবং অতি গঠনমূলক মন্তব্য দেখে অামি অভিভূত ।
কেন এত কথা রাজামশাই নিয়ে? তিনি আমাদের মাঝে নেই ,পরপারে চলে গেছেন বহুআগে । উপরের কমেন্টটি ছিলো রাজামশাইয়ের শেষ কমেন্ট । চলে যাওয়ায় সামুতে নেমে এসেছিলো শোকের ছায়া । তাঁকে নিয়ে সামুর বেশ কিছু বিখ্যাত ব্লগার শোক পোস্ট দিয়ে ছিলেন । তাঁদের মাঝে চাঁদগাজী স্যারের নাম দেখেছিলাম ।
এত কিছু বলার কারণ একটিই আমাদের প্রত্যেকটি কমেন্ট,পোস্ট বা প্রতি উত্তর খুব গুরুত্বপূর্ণ । এগুলো থাকবে । আগত প্রজন্ম ভালো মন্দ বিচার করবে । ব্যক্তিগতভাবে আমি আামর প্রয়াত প্রজন্মের অনেক গভীরে গিয়ে জানার বুঝার চেষ্টা করেছি । আপনার প্রিয়জনরা যে আপনাকে নিয়ে খোঁজ করবে না । যাচাই বাচাই করবে না ,সে গ্যারিন্টি কি আছে ? নাই । আজ রাজামশাইকে পোস্টে উল্লেখ করলাম তাঁর ভালো কাজের জন্যই । এভাবে সামুর যাত্রা চলতে থাকবে । সুতারাং ব্লগের প্রত্যেকটি কাজ অতি গুরুত্বপূর্ণ ।
রাজামশাই আপনি সুখে থাকুন ,শান্তিতে থাকুন । আপনার জন্য আমাদের দোয়া আছে এবং থাকবে । এভাবেই কোনো না কোনোভাবে বেঁচে রবেন ।
বিঃদ্রঃ কেউ কে উদ্দেশ্য করে বলিনি । একান্ত ব্যক্তিগত মতামতের প্রকাশ মাত্র । কথা গুলো স্বাধীনভাবে বলেছি । খারাপ কিছু বা ভুল কিছু বললে ক্ষমা করবেন । আশাকরি ইতিবাচক হিসাবে নিবেন । এবং ব্লগীয় পথচলায় কোনো প্রভাব পড়বে না ,সেই বিশ্বাস রাখি ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪