একটা সময় অনলাইন নিউজ পোর্টাল গুলোর নিউজ পড়ে টাশকি খেতাম, শিরোনাম এক ভিতরের বিস্তারিত পড়লে বুঝা যেত শিরোনামের সাথে টপিকের কোন মিলই নাই, মেইনলি শিরোনাম গুলো দেয়া হত, যাতে সবাই আগ্রহ করে ভিতরের খবর টা ও পড়ে,
.
আমি প্রথম টাশকি খাই একটা অনলাইন নিউজ দেখে যেখানে, হাসান মাসুদ নামের এক অভিনেতার ছবি সহ ছাপিয়ে দেয়া হয়েছে হাতে অস্ত্র,
শিরোনাম টা ছিল
.
"""রাজধানীতে অস্ত্র সহ আটক হল হাসান মাসুদ """
.
খবর টা দেখেই টাশকি, আহারে লোকটারে তো ভাল অভিনেতা জানতাম, ভাল লাগতো অভিনয় অথচ এই লোকটা এত বড় সন্ত্রাসী, ভালই হইসে এইবার পুলিশের লাঠি উষ্টা খাক, জেল খাটুক, এইটা ভাইবাই ভিতরের নিউজ পড়ার পর তো আকাশ থেকে পরার মত অবস্থা, আসলে একটা নাটকের ক্যারেক্টার ছিল এইটা, ওই নাটকে সে ভিলেন টাইপ রুলস করে, আর নাটকে ও তার নাম হাসান মাসুদই থাকে...
.
নিষিদ্ধ জিনিসের প্রতি সবার আগ্রহ অনেক বেশি, সেইজন্যই এইসব নিউজ পোর্টাল গুলা যেকোন নিউজ করার ক্ষেত্রে নিষিদ্ধ টাইপ শিরোনাম ইউজ করে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করে, ইভেন এইসব শিরোনামের প্রতি আকৃষ্ট হয়েই প্রায়জনই ভিতরের নিউজ পড়ে, আর টাশকি খায়, "" হায়হায় কিয়ের মধ্যে কি, শিরোনাম যুক্তরাষ্ট্রীয় বর্ননা মময়মনসিংহ """
.
একটা নিউজ ছিল এইরকম
"" বাসর রাতে একটানা ৬ ঘন্টা একি করলেন স্বামী স্ত্রী (দেখুন ভিডিও সহ) ""
.
একটানা ছয় ঘন্টা কেমনে কি? কি এমন করলো ওরা কি মানুষ নাকি এলিয়েন নাকি হেলিকপ্টার?? এইটা ভাবতে ভাবতে নিউজ টা পড়লাম, যা ভাবসিলাম তাই,নতুন বিবাহিত দম্পতি ছয় ঘন্টা টানা ঘুমাইসে আর কি অন্যকিসুনা,
.
একবার একটা শিরোনাম দেখলাম
"" কিভাবে বাচ্চা উৎপাদন করলেন সানী লিওন কোন পুরুষের স্পর্শ ছাড়াই দেখুন ভিডিও সহ ""
.
নিউজটা দেখেই অবাক হলাম, বাচ্চা আবার উৎপাদন কিভাবে হয়, একটু আগ্রহ নিয়েই, অবশ্য ভিডিও দেখার চেয়ে নিউজটা পড়ার আগ্রহ ছিল বেশি নিউজটা সম্পুর্ন টা পড়ার প্রয়োজন হলোনা, যখন দ্বিতীয় লাইনেই গিয়ে পড়লাম, কোন একটা প্রোল্ট্রি ফার্মে কৃত্রিম ভাবে মুরগীর বাচ্চা উৎপাদনের কথা বলা হচ্ছে, ব্যাপারটাকে কতটা আকর্ষণীয় করার জন্য শিরোনাম টা সাজানো হইসে মুরগীর বাচ্চা উৎপাদনের সাথে পুরুষ মাইনষের স্পর্শ আইলো কেন? বুঝেন কি বিতিকিচ্ছিরি অবস্থা
আরেকটা নিউজ দেখসিলাম
"" প্রকাশ্যে হাত দিয়ে ধরে ধরে নিজের সব দেখালেন জেনিফার লোপেজ, হা করিয়ে তাকিয়ে রইলো যুবকের দল (দেখুন ভিডিও সহ) "
.
উল্টাপাল্টা চিন্তা করতে করতে নিউজ লিংকে গেলাম, বিস্তারিত পড়লাম, জেনিফার লোপেজের গানের সবকটি এলবাম একটি একটি করে দেখাচ্ছিলেন কোন একটি অনুষ্ঠানে, অথচ শিরোনামই নেগেটিভ একটা মনোভাবযুক্ত
"" নুসরাত ফারিয়াকে গভীর রাতে কাছে পেয়ে একি করলেন আরেফিন শুভ দেখুন ভিডিও সহ( একসাথে চা খাচ্ছিলো কোন একটা শুটিং স্পটে ).
নায়ক রাজ রাজ্জাক আর নেই.. দেখুন ভিডিও সহ.( দেশে নাই আর কি সিংগাপুর গেছেন)
"" সবার সামনে শাড়ি খুললেন প্রিয়াঙ্কা চোপড়া দেখুন ভিডিও সহ ( মার্কেট থেইকা শাড়ি কিনে ওইটা প্যাকেট থেকে খুলে দেখাচ্ছিলো আর কি )
প্রেমিকাকে জোড় করে একি করলেন প্রেমিক দেখুন ভিডিও সহ ( জোর করে লাঞ্চ করাইসে আর কি)
.. এইরকম অসংখ্য হাবিজাবি শিরোনাম দিয়ে নিউজ করা হলে ও হেডলাইন আর ডিটেইলস এর মধ্যে বিন্দুমাত্র কোন মিল নাই,
.
একটা সময় এইসব অনলাইন নিউজ পোর্টাল গুলার উপর বিরক্ত চলে আসে, ওইসব নিউজ পোর্টালের মতই ইদানিং নতুন একটা আবির্ভাব হইসে, ফেসবুকেই বিভিন্য এপ, বিশেষ করে এপগুলা যেই সকল তথ্য দেয় নিজের সম্পর্কে ওইত্তেরী পুরাই মাথা নষ্ট করা অবস্থা,
.
আমি এইসব এপে ক্লিক করিনা কখনো, ওইদিন এইরকম চার পাচটা এপ্লিকেশন ক্লিক করে আমার সম্পর্কে যেই তথ্য পাইলাম তাতে দুক্ষে অজগর সাপ হওয়া ছাড়া আর কোন উপায় নাই,
..
একটা এপে আমার সম্পর্কে বলা হইসে, আমি নাকি কক খেলিনা কক নাকি বালের খেলা, অথচ আমি দৈনিক ৭/৮ ঘন্টা মাঝে মাঝে তার ও বেশি কক খেলেই পার করি
.
ইভেন আমার সম্পর্কে স্বয়ং বারাক ওবামা বানী করসে আমার মধ্যে যেই প্রতিভা আছে, আমি নাকি উনার উত্তরসূরি হব তারমানে আমি এমেরিকার নেক্সট প্রেসিডেন্ট, ইভেন এটা ও বলসে সে বর্তমানে প্রেসিডেন্ট কারন আমি নির্বাচনে তার সাথে প্রতিযোগিতা করিনাই, আমারে কেউ ধর নাইলে ধর কেউ আমারে
.
আরেকটা এপে আমার জন্য কয়টা মেয়ে পাগল, সেইখানে লেখা দেখলাম ৫ টা মেয়ে পাগল এই সংখ্যা আরো বাড়তে পারে, আমারে কেউ মারিস না আমি নিজেই নিজের মাথায় কটনবার্ড দিয়া বাইরাইয়া মরতাসি,
.
আমার ফিউচার প্রফেশন সম্পর্কে একটা এপে ক্লিক করসিলাম সেইখানের রেজাল্ট দেইখা তো টাশকিত আমার ফিউচার প্রফেশন হল ডাক্তার, কমার্সের স্টুডেন্ট ও হইয়া ও ডাক্তার হবার সপ্ন দেখতাসি এখন,
.
হু কনফেস লাভ ইন দিজ ভ্যালেন্টাইনস ডে, উই উইল বি ইউর নেক্সট ভ্যালেন্টাইন, হু উইল লাভ ইউ ফরেভার, হু উইল রেডি ফর সার্প্রাইজ ইউ ইন দিজ ভ্যালেন্টাইনসস ডে ক্লিক কইরা যেই তথ্য পাইসি সেইটা নাহয় নাইবা বললাম, পুরাই বাজে অবস্থা,নাউজুবিল্লাহ
.
রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই যথার্থই বলেছিলেন
""" অনলাইন নিউজ পোর্টাল, এবং অনলাইন এইসব এপগুলার মত বোকাচুদা জিনিস পৃথিবীতে আর নাই ""
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯