"মিস্ট্রি কেইস সল্ভ করা অনেকটা নব্বই দশকের Super Mario গেমের মত,মাঝেমাঝে রহস্যের ক্লু গেমসের ম্যাজিক ব্রিকের মত নিজের অজান্তেই এসে ধরা দেয়।"
গল্পের শুরু দীপক নামের এক রিটায়ার্ড পুলিশ অফিসারকে নিয়ে,যিনি ৫ বছর আগে তার লাস্ট মিস্ট্রি কেস সল্ভ করতে গিয়ে দুর্ঘটনায় ডান পা হারান।তার ভাষ্যমতে, এটা ছিল চাকরী জীবনে পাওয়া তার লাস্ট গিফট।তার এক সহকর্মী নিজের ছেলেকে দীপকের কাছে পাঠায়,দীপক যেন পুলিশ চাকুরীর সব বিপজ্জনক বিষয়ের অভিজ্ঞতার উদাহরন দিয়ে সেই ছেলেকে পুলিশ ফোর্স এ জয়েন করা হতে ডিমোটিভেট করতে পারেন।
কথা বলতে গিয়ে জীবনের সবচেয়ে রোমহর্ষক ঘটনার বর্ণনা শুরু করলেন দীপক,যা তার জীবন থেকে কখনো মুছে ফেলা সম্ভব নাহ।
ঘটনার দৈর্ঘ্য মাত্র ১৬ ঘন্টা,জড়িত ১৬ জন ব্যক্তি।প্রতিদিনের মতই থানায় গিয়ে দীপক সেদিন এক ব্যক্তির রহস্যময় মৃত্যুর খবর পান যা প্রথমে সুইসাইড কেইস মনে হলেও ঘটনা পরে অন্যদিকে মোড় নেয়।কিছুক্ষন পরেই আরেকটা নিখোঁজ সংবাদ পান।দুটি কেইস ইনভেস্টিগেট করতে গিয়ে দুটি ঘটনা সম্পর্কিত মনে হলেও আদৌও তা সমাধান করার মত প্রায় কোন ক্লু তাদের কাছে নেই।সন্দেহের তালিকায় যাদের নাম আসে,তাদের ইন্টারোগেট করেও তেমন কোন তথ্য পাওয়া যায় নাহ।দীপক বুঝে উঠতে পারছিলেন না,এই খুনীকে শনাক্ত করে ঘটনার কূল-কিনারা করা সম্ভব হবে কিনা,কিন্তু হাল ছাড়ার পাত্র যে তিনি নন। ঘটনার শুরুতেই গৌতম নামের এক সদ্য জয়েন করা কনস্টেবল যুক্ত হয় দীপকের সাথে রহস্যের সমাধানে।দুজনে মিলে যখন রহস্যের প্যাচ একটু একটু করে খুলছিলেন,তখনই রহস্য আরো জটিল হয়ে উঠতে থাকে।তারা কি আর জানতো,এই রহস্য আদৌ কখনো তাদের পিছু ছাড়বে কিনা...
এর বেশি বললে হয়তো স্পয়লার হয়ে যাবে, টুইস্ট স্পয়লার ছাড়া মুভির ফিনিশিং দেখতে পাওয়া সবার জন্মগত অধিকার।
নিয়মিত বিরতিতে তামিল ইন্ডাস্ট্রি অসাধারন একেকটি থ্রিলার-মিস্ট্রি মুভি উপহার দিয়ে যাচ্ছে, Dhuruvangal Pathinaaru মুভিটি সেই লিস্টে জায়গা করে নেয়ার মতই। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ক্রাইম-থ্রিলারের মূল চরিত্রে ছিলেন রাশিন রাহমান। তিনি তার দুর্দান্ত অভিনয়ে একাই যে একটি মুভি টেনে নেয়ার সামর্থ্য রাখেন,সেবিষয়ে আর কোন সন্দেহ নেই।আমি শেষবার দেখেছিলাম তার মুম্বাই পুলিশ(২০১৩) মুভিটি,সেখানেও তিনি পৃথ্বীরাজের পাশাপাশি যথেষ্ট ভাল অভিনয় করেছেন।এই ব্যক্তি সম্ভবত ক্যারেক্টারের মাঝেই মিশে যান অভিনয়ের জন্য!
মুভির ক্রাইম দৃশ্যের ডিটেইলস বিস্তারিত না হলেও ঘটনার প্রবাহ এবং ফিনিশিং এ যথেষ্ট সামঞ্জস্য ছিল,গল্পের সমাপ্তিটা ছিল চমৎকার।রাহমান ব্যতীত বাকি অভিনেতাও যথেষ্ট ভাল করেছেন অভিনয়ে।সাউন্ডট্র্যাক ও ভাল ছিল। রহস্যের জট খোলায় মনোযোগ দিলে অবশ্য অন্য কোথায় খেয়াল করার সুযোগ নেই। :p
ওভারঅল,একটি এঞ্জয়েবল মুভি ছিল এবং থ্রিলারপ্রেমীদের জন্য মাস্ট ওয়াচ
IMDB Rating: 8.7
My Rating: 8.5
FTP Link: http://bit.ly/2x5zRJH
1080p Web-Dl: http://bit.ly/2fZMgE6
700MB Web-Rip: http://bit.ly/2ygSYjS
Eng Sub: http://bit.ly/2hFsPEF
-ধন্যবাদ
#হ্যাপি_মুভি_ওয়াচিং
#ওয়াচ_রিভিউ_রিপিট