♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে নিয়ে এডিট করা)
প্রিয় জুনাপি,
আপনার অনুরোধে আপনাকে লিখছি। যদিও এটাকে অনেকে ফরমায়েশি পত্র বলিয়া জ্ঞাণ করিবে, তথাপী আমি কিন্তু আপনাকে ইহা মন হতেই লিখছি। যদিও মন অনেক কিছুই লিখিতে চাচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে আমি তেমনকিছু লিখতে পারছি না। কারণ আপনার সঙ্গে আমার সেভাবে ইন্টারেকসনের বড্ড অভাব। আর তাই আপনার সম্পর্কে আমার জ্ঞাণের মুটামুটি ভালোই অভাব। তাছাড়া আপনার লিখা প্রতিনিয়ত আসেনা বলে সেভাবে আপনার লিখা সম্পর্কেও সম্যক অবগত নই। তারপরও মনে ভয় নিয়েই আপনাকে লিখছি।
আচ্ছা, একটা গোপন কথা আপনাকে শেয়ার করি। আপনার নিক তথা “জুন” দেখে ধারণা করেছিলাম আপনি ষোড়শী। তারপর কিছু পড়ে মনে হয়েছিলো আপনি শ্যাম্পুর সমসাময়িক হবেন। তবে সোনাগাজির সঙ্গে আপনার তখনকার মন্তব্যের আদান-প্রদান দেখে সব ধারণা পাল্টে যায়। মনে হয় আপনি সোনাগাজির সমসাময়িক। আমার ধারণা, সমসাময়িক ব্যতীত উহাকে ডিল করা বড্ড কঠিন। তছাড়া আপনার কমেন্টর সাইজও দেখতাম সোনাগাজির মতো ছোট। আমি কিন্তু সাইজ বলতে সোনাগাজির কমেন্টের সাইজকে বুঝিয়েছি। যদিও এখন সোনাগাজির আসলরূপ আপনার কাছে প্রকাশ ঘটেছে, কিন্তু আমি তখনকার কথা বলছি। আমার ধারণা বয়স হলে মানুষ দীর্ঘ মন্তব্য খুব একটা করতে পারেনা। আর তখন মন্তব্যগুলোও হয় অগোছালো।
আরেকটা গোপন কথা বলি। আপনারা যারা আপারা আছেন তাদের বয়ঃক্রম আমার কাছে এমন যে,
জুনাপি> রবেয়াপা> লায়লাপি> পনিপ্পা> তানিয়াপ্পি> করুণাধারাপা> আভী> সোহানীপা> শ্যাম্পু> আয়নাঘর> ফারহানাপি> সয়েমাপি> নাজনীনাপি> নাজিয়াপি> বিপাশাপি
বয়ঃক্রমটা নেহাৎই আমার মনের কল্পনা। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নাই। মূল বয়স এখানে ধর্তব্য নয়। মূলত নাম শুনে আর কিছু ক্যারেক্টর মিলিয়ে মনের মাঝে যাকে যেমন বয়সের আঁকা হয়েছে তারই ধারাবাহিকতা এখানে দেওয়া হলো। মনে না আসায় কিছু নাম বাদ পরেছে।
এখানে একটা জিনিস বিশেষভবে উল্লেখ করছি যে, “ফারহানা শারমিন” আপার নামটার মাঝে কেমন যেনো একটা বাচ্চা-বাচ্চা ভাব খূঁজে পাই। নামটা শুনলে কেমন একটা বাচ্চা মনে ভাসে। আর “জুন” নামটা কেনো যেনো মাঝামাঝি একটা ফিল নিয়ে আসে। মনে হয় না গ্রীষ্ম, না শীত টাইপের কিছু। হয়তো জুন মাস বছরের মাঝামাঝি বলেই এমনটা হয়।
তবে আপা, আপনাদের নিয়ে খুব ভয়ে-ভয়ে ঘাটাঘাটি করি এজন্যে যে, পরেনা আবার দেখি যে সবই শ্যাম্পুর মাল্টি! হয়তো যে লিস্ট দিলাম সেখানেও একাধিক মাল্টি আছে। ততে অবাক হবোনা! শ্যাম্পু আমার মাল্টির ধারণাই পাল্টে দিয়েছে। তাই মাঝেমাঝেই নিজের নিকটা খুব ভালো করে চেয়ে-চেয়ে দেখি আর ভাবি, আমি কার মাল্টি? যদি কোনোদিন এমন হয় যে জানতে পারি, সোনাগাজি শ্যাম্পুর মাল্টি, সেদিন ব্লগে হয়তো রক্তগঙ্গা বয়ে যাবে!


তা এখন দেশে না বিদেশে আছেন? যেখানেই থাকুন, সাবধান আর সুস্থ্য থাকুন। সেইসাথে চোখ-কান খোলা রেখে চলুন, যেনো নেক্সটটাইম সালমান এফ রহমানের সাথে এক ফ্ল্যাইটে এলে চিনতে পারেন। অবশ্য এই চিনতে না পারার কারনেই আপনাকে উহার সমসাময়িক বলে জ্ঞাণ করে থাকি।

আজ আর নয়। যেসব উল্টা-পাল্টা লিখেছি তার জন্যে নির্ঘাত শ্যাম্পু ক্যালাবে। সেক্ষেত্রে আপনার নিকটে একটু সেল্টার চাই। আশা করি সেল্টার দিয়ে বাধিত করবেন। আপনার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।
পূর্বে যাদের লিখেছি
নতুন নকিব ভাই
পদাতিক ও গেঁয়ো ভূত ভাই
শেরজা তপন ভাই
সোনাবীজ ভাই
জুল ভার্ণ ভাই
সাড়ে চুয়াত্তর ভাই
ছবি আভী
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১০