সুশীল তুমি কই !
অন্যায় দেখলে ঘুমাও তুমি
সময়ে সুযোগে করে যাও হইচই ।
মানবতার সনদদাতারা কই !
হন্যে হয়ে খুঁজে যখন নির্যাতিত মানুষ তোমায়।
তুমি মিডিয়াতে বসে তখন করো সনদে সই ।
ডিগ্রিধারী,সনদদারী বহুরুপী আজ কই
যখন মানুষ পুড়ে, মানুষ মরে, বাহিরে কিংবা বদ্ধ ঘরে ।
দাতাদের সাথে তোমরা তখন শ্যাম্পেন হাতে করো হইরই ।
সুশীল তুমি কই ?