প্রশ্নটা আমার!
রক্তের সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক সবচেয়ে আপন ও চিরস্থায়ী।
যে সম্পর্কটার দায়িত্ববোধ ও মমতার কাছে চিরাচরিত রক্তের সমর্পক প্রতিবারই হেরে যাচ্ছে।
অথচ এই সমাজে বা পরিবার গুলিতে সেই সুন্দর সম্পর্কটাকে সব সময় অবহেলা আর অবজ্ঞা করা হয়।
এই সামাজিক ব্যবস্থাটাই আমাদের সুন্দর সম্পর্ক গুলিকে আলাদা করে দিচ্ছে।
যার পরিনতি একটি সুন্দর সম্পর্ক অসুন্দর রুপ ধারন করে।
এবং কিছু জীবন চলার পথে বারবার কঠিন ব্যস্তবতার সাথে যুদ্ধ করে নিজেকে বাঁচিয়ে রাখতে শিখে।
এ এক কঠিন সমিকরন, যার এলজেব্রা বা মেথমেটিকস কোন হিসেবেই মিলানো যায় না।
তবু জীবন ছুটে চলে নিজের নিয়মে সেই কঠিন সমিকরনের গন্তব্যহীন পথ ধরে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮