প্রচলিত ছয় উছুল ভিত্তিক চিল্লাওয়ালা তাবলীগ জামাত যেসব কারণে ৭২ বাতিল ফিরক্বার অন্তর্ভুক্ত (১)
চলিত ছয় উছুল ভিত্তিক চিল্লাওয়ালা তাবলীগ জামাত যেসব কারণে ৭২ বাতিল ফিরক্বার অন্তর্ভুক্ত (২)
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্বপুরুষ। কাজেই বুঝা গেল যে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার পিতা-মাতাসহ পূর্ব-পুরুষ উনারা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত-সম্মানিতা পূর্ব-পুরুষের অন্তর্ভুক্ত। আর হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্বপুরুষগণ উনারা সকলেই ঈমানদার, দ্বীনদার, পরহেযগার এবং জান্নাতী। সুবহানাল্লাহ! অথচ পাকিস্তানের কথিত মুরুব্বী হাজী আব্দুল ওহাব ও বাংলাদেশের ছয় উছুলীদের কথিত মশহুর মুরুব্বী মৌলভী যুবায়ের তাদের বয়ানে বলেছে- হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার মা-বাপও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার বিরুদ্ধে ছিলেন। নাঊযুবিল্লাহ! (তথ্য সূত্র: ডডড.ইঅঘএখঅকওঞঅই.ঈঙগ)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার স্থানান্তরিত হওয়ার বিষয়টিও ছিলো সিজদাকারীগণের মাধ্যমে।” (সূরা শুয়ারা: আয়াত শরীফ ২১৯)
আলোচ্য আয়াত শরীফ-এর তাফসীরে আল্লামা হযরত ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূর মুবারক সিজদাকারীগণের মাধ্যমে স্থানান্তরিত হয়েছিল।” (সীরাতে হালাবিয়া- ১/৪৫)
“আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্বপুরুষগণ (মাতা-পিতা উভয়ের দিক থেকেই) উনারা সকলেই ঈমানদার ছিলেন।” (সীরাতুল হালাবিয়া- ১/৪৫)
রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ‘মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনার পবিত্র অজুদ মুবারক যাঁদের মাধ্যমে দিয়ে স্থানান্তরিত হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন উনাদের মধ্যে অনেকেই ছিলেন হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম। আর যাঁরা হযরত নবী-রসূল ছিলেন না উনারা ছিলেন হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের নায়িব বা স্থলাভিষিক্ত। সে যামানার সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠা ব্যক্তিত্ব। সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠা পরহেযগার। সুবহানাল্লাহ!
কিন্তু ছয় উছূলীরা এর বিপরীত আক্বীদা পোষণ করে। কাজেই এমন অসংখ্য কুফরী আক্বীদা ধারণ ও প্রচার করার কারণে ছয় উছূলী তাবলীগীরা বাতিল ফিরক্বার অন্তর্ভুক্ত।