ইয়াহু নিউজ
বাংলা নিউজ
সৌদি নিউজ টুডে
সকালের খবর
এবিসি রেডিও
বিডি নিউজ টুয়েন্টিফোর
এসআরএন নিউজ
আন্তজার্তিক বার্তা সংস্থা ডেমোটিক্স রয়টার্সের বরাত দিয়ে
চাইনিজ বার্তা সংস্থা
প্রথম আলো
বার্তা টুয়েন্টি ফোর
ডেইলি সান
নিউ এজ
তবে গোটা আন্দোলন নিয়ে আমার কিছু জবানবন্দী আছে। ব্লগে অনেকে অনেক বিষয়ে জানতে চেয়েছেন, প্রশ্ন তুলেছেন, সেইসব উত্তর দেয়াও প্রয়োজন। একটি পৃথক পোস্টে আমি ব্যাখা করবো, আশা রাখি।
আমাদের এই প্রতিবাদে একটি ছেলে মাথায় যমটুপি পড়ে অংশ গ্রহণ করেছিলেন, তার অভিজ্ঞতাও জানা প্রয়োজন। বাংলাদেশের রোদে তার কি পরিমাণ কষ্ট হয়েছিলো, ভেবে দেখুন একবার ওইসব হতভাগা ৮ শ্রমিকের কথা
সবাইকে ধন্যবাদ।
আপডেট ৪ : দুটি ছবি আপলোড করলাম। রঙিন ছবিটি তুলেছেন : রয়টার্সের এন্ডু বিরাজ। সাদাকালো ছবিটি ইউরোপিয়ান প্রেস এজেন্সির আবীর আবদুল্লাহর। এই দুই আন্তর্জাতিক বার্তা সংস্থার বদৌলতে ছবি এবং খবর প্রকাশিত হয়েছে - বিশ্বজোড়া। বাংলার ব্লগারদের কন্ঠস্বর পৌছে গেছে আন্তর্জাতিক নানা অঙ্গনে। তাদের দুইজনকে কৃতজ্ঞতা।
আপডটে ৩: ঠিক কাটায় কাটায় দশটায় আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। ঠিক যেমনটা চেয়েছিলাম, তেমনটাই হয়েছে। বিদেশী বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, এপি, ইউরোপীয়ান ফটো এজেন্সিসহ দেশীয় অনেক গণমাধ্যম কর্মী এই প্রতিবাদ কর্মসূচী কাভার করতে এসেছিলেন .... জাতীয় এবং আন্তর্জাতিক উভয় মিডিয়ায় আমরা ব্যাপক কাভারেজ প্রত্যাশা করছি।
আপডেট ২ : একজন ব্লগার আমাদের একটি ব্যানারের ডিজাইন করে পাঠিয়েছেন। ব্লগারদের সুবিধার্থে সেটি ইমেজ আকারে আপ করা হলো। । এর সাথে যুক্ত হলো প্রামাণ্য তথ্য ভিত্তিক দুটি ব্লগ। যেখানে সৌদি আরবের ভন্ডামি এবং বর্বরতা নিয়ে কিছু তখ্য রয়েছে। স্বীকার করতে দ্বিধা নেই, এই দুটি ব্লগ - আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করেছে - একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে, বলা যায় এই দুটি ব্লগ পাঠ করাই ছিল আমাদের মুখ্য প্রেরণা । তাদের দায় স্বীকার না করলে ব্যাপারটা অন্যায় হয়। সেই অচেনা দুই ব্লগারকে স্যালুট। সংযুক্তি আকারে ওই দুটি ব্লগের লিংক দেয়া হলো পোস্টের শেষে।
আপডেট ১: সকল আয়োজন যথাসম্ভব ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে। তবে এটা হয়তো যথেষ্ট নয়। আপনাদের কারও সাথে কোন গণমাধ্যম কর্মী, সাংবাদিক যোগাযোগ থাকলে তাদেরকে অবহিত করুন, অনুরোধ।
আগামীকাল শনিবার সকাল ১০ টায় শাহবাগ জাদুঘরের সামনে। যোগ দিন , সফল করুন।
সম্প্রতি সৌদি আরবে ৮ বাংলাদেশীকে শিরচ্ছেদ করা হয়েছে। আরও পাঁচজন বাংলাদেশীর মৃত্যুদন্ডও খুব শীঘ্রই একই পদ্ধতিতে কার্যকর করা হবে বলে খবর বেরিয়েছে। এই ঘৃণ্য, অমানবিক বর্বরতার বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ কর্মসূচী করতে যাচ্ছি।
এটি কোনও মিছিল নয়,
মানববন্ধন নয়,
নিজের শরীরে দড়ি বেঁধে আমরা মাথা নিচু করে রাজপথে দাঁড়িয়ে
থাকবো কিছুক্ষণ।
সৌদি আরবে ৮ বাংলাদেশীকে শিরচ্ছেদ করার সময়, সেই অসহায়
মানুষেরা যেভাবে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন , যেভাবে তাদেরকে হত্যা করা
হয়েছিল, অবিকল সেইভাবে।
আমাদের বিশ্বাস- প্রকৃত ব্যাপারটা কতখানি বিভৎস্য
ছিল, এই কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষ সেই বিভৎস্যতার স্বরূপটি ধরতে পারবেনৃ।
আর এভাবেই আমরা আমাদের ঘৃণা, আমাদের প্রতিবাদ আমরা ছড়িয়ে দেবো সবখানে।
আগামীকাল শনিবার সকাল ১০ টায় শাহবাগ জাদুঘরের সামনে। যোগ দিন , সফল করুন।
বিস্তারিত
আপনি আসুন। আমরা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করবো। শুভবুদ্ধির মানুষদের আজ একত্রিত হতেই হবে। ইতিমধ্যে অনেক দেরী হয়ে গেছে।
পোস্ট নিয়মিত আপডেট করা হবে।
সংযুক্তি : যারা সৌদি আরব বলে মাতম করছেন , তাদের জন্য
আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই
আট শিরশ্ছেদ এবং কিছু বাংলাদেশীর পৈশাচিক উল্লাস - নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ব্লগ