অত্যন্ত বিস্মিত হয়ে দেখলাম,
আমি সামহোয়ারিন ব্লগের নীতিমালা ভঙ্গ করেছি।
এই জন্য আমাকে কমেন্ট ব্যান করা হয়েছে।
* আমি জানা- আরিলের ছবি দেই নাই।
* আমি জানা- আরিলের ছবির কোন পোস্টে সাপোর্ট দেই নাই যদিও সে রাতে সারা রাত জেগে ছিলাম। পরদিন সকাল ১১ টা পর্যন্ত ব্লগিঙ করেছি!
* গত দুই দিনে কাউকে গালি দেই নাই।
কাউকেই বিন্দুমাত্র গালি দেই নাই!
(মানসিক অস্থিরতায় গালিই দিয়েছি মাত্র তিন-চারবার। হয় সেইসব পোস্টই নাই, নাহলে সেই কমেন্টই নাই ব্লগে এখন আর)।
* ব্যক্তিগত কুৎসা পর্যন্ত করি নাই।
* গত দুদিনে হিন্দু-মুসলিম উত্তেজনার পোস্টগুলোয় প্রতিবাদ করে কমেন্ট করেছি।
* গত দুদিনে পাহাড়ি-বাঙালি উত্তেজনার পোস্টে প্রতিবাদ করে কমেন্ট করেছি।
* গালাগালির পোস্টে বলেছি, গালাগালি করো না। যাঁর অসম্মান হয়েছে তাঁর সম্মাননা কর।
এই ব্লগ যদি আমার কমেন্ট ব্যান করে,
তাহলে অবশ্যই সময়ের চক্র তার উপর পূর্ণ হবে।
কারণ আমার চেয়ে অসহনশীল ব্লগারের কোন অভাব নেই এখানে।
বিনা কারণে চড় খেলে মানুষ সেটা কখনোই ভোলে না।
প্রকৃতিতে তা জমা থাকে।
এবং চড়টা ঝড় আকারে ফেরত আসে।