পথচলা হোক মানবিক সম্প্রীতির দিকে।
শুরু হোক ইসলাম ধর্ম নিয়ে খোলামনে, নি:সঙ্কোচে যে কোন প্রশ্ন-উত্তর করা।
* কমেন্টে প্রশ্ন এবং কমেন্টের নিচে জবাবের স্লটে উত্তর থাকছে।
* আস্তিক-নাস্তিক, হিন্দু-মুসলিম নির্বিশেষে খোলামনে যে কোন প্রশ্ন রাখতে পারি আমরা।
* আমরা যে কোন সহব্লগার মিলে উত্তর দিতে পারি এবং সংশ্লিষ্ট প্রশ্নের নিচে উত্তর আকারে ক' বলেছেন: আকারে তা উত্তর রূপে অ্যাড করা যাবে।
*এমনকি এসব বিষয়ে আলোচনাও করতে পারি বিশদ।
*উত্তর আকারে কিছু প্রশ্নের আলোচনা আসতে দেরি হতে পারে, কারণ আমরা মূলত প্রাথমিকভাবে যা জানা আছে, তা আলোচনা করার চেষ্টা করব। ব্লগারদের স্বপ্রণোদিত আলোচনা যুক্ত করার চেষ্টা করব। যা জানা নেই বা পুরোপুরি জানা নেই তা জানার চেষ্টা করা হবে চার-পাঁচটি ভিন্ন সোর্স থেকে যার মধ্যে দুটি বাংলাদেশের দুই ভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে। তৃতীয় একটি সোর্স হবে ফেসবুকের ধর্ম বিষয়ক কিছু গ্রুপ। চতুর্থ সোর্স হবে উপমহাদেশের একটি প্ল্যাটফর্ম-ফাউন্ডেশন এবং পঞ্চম সোর্সটি হবে পশ্চিমা একটি ইসলামি ফাউন্ডেশন। কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্সের ঘাটতি থাকতেই পারে। চেষ্টা করা হবে যেন তার প্রয়োজনীয়তার কথা উঠলে যুক্ত করা যায়।
সতর্কতা:
যে কোন প্রশ্ন অবমাননাকর মনে হতেই পারে। তাতে সমস্যা নেই। অবমাননাকর মনে হলে মূল প্রশ্নটাকে সাজিয়ে কমেন্ট করে সেটার উত্তর রাখার চেষ্টা করা হবে।
সঙ্কোচের বেড়াজাল ছিড়ে ধর্মকে আসলেই একটা আলোচ্য বিষয় করা যাক।
আসুন, মঙ্গলযাত্রা শুরু হোক।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৩