আজ আমি আপনাদের যে কঠিন বাস্তব ও সত্যি কথা গুলো বলবো তা এতদিন আপনারা আপনাদের স্ত্রীজাতি সম্পর্কে শুনে এসেছেন, আমাদের পুরুষদের ব্যাপারে কবি বরাবরই নীরব। আমাদের দেয়ালে এখন পিঠ ঠেকে গেছে তাই কিছু ঘটনা এখন না বললেই নয়.....
পুরুষেরা স্রষ্ট্রার একটি সুন্দর সৃষ্টি। তাই তাদের সৌন্দর্য্যের জন্য লিপিস্টিক, আইলাইনার, কাজল, ফেস পাউডার, টিপ এই সব হাবিজাবি মাখার দরকার হয় না মুখে। সে হলো প্রকৃতিক ভাবেই সুন্দর।
আমরা পুরুষেরা ছোট বেলা থেকেই কম্প্রোমাইজ করতে শিখি। বোনের জন্য কত ভাই যে তার চকলেট উৎসর্গ করেছে এই দুনিয়াতে তার হিসাব কি কেউ রাখে?
যুবকবেলায় আমরা শুধু মাত্র বাবা মায়ের মুখের একটু হাসি, একটু খুশির জন্য নিজের ভালবাসার মানুষকে উৎসর্গ করে অন্য মেয়েকে বিয়ে করি

ছেলেমেয়ে বউকে নিজের বাড়িতে রাখার জন্য, নিজের গাড়িতে ঘোরানোর জন্য তাদের আরাম আয়েশের জন্য পুরুষের ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন কাজে ইনভেস্ট করে, পরে সারাটা জীবন সেই লোন শোধ করার জন্য উদয়াস্ত পরিশ্রম করে। এভাবে বিনাবাক্যে বিনা অভিযোগে সে তার যৌবনের শ্রেষ্ট সময়টা বউ ছেলেমেয়ের জন্য উৎসর্গ করে।
বিশ্বাস করুন এত সব পরিশ্রম, স্যাক্রিফাইসের পরও তার কিন্তু মা, বউ আর বসের ঘ্যানঘ্যানানি শুনতেই হয়। তার উপর প্রতিনিয়ত মা বউ আর বস তার উপর নিজ নিজ কতৃত্ব ও প্রভাব বিস্তারের চেষ্টা চালাতেই থাকে

এভাবে অপরের জন্য নিজের সমস্ত সুখ শান্তি শখ উৎর্সগ করতে করতে এক সময়ে তার জীবন শেষ হয়! স্রষ্টার এই অপূর্ব সৃষ্টি 'পুরুষ' এর সাথে তাই কররোই তুলনা হয়না

জীবনের প্রতিটা ক্ষেত্রে তাই পুরুষকে সন্মান করতে শিখুন, কারণ আপনি জানেন না সে আপনার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে

যখন তার দরকার হয় আপনার সাহায্যের হাতটা তাকে বাড়িয়ে দিন।
পুরুষেরও ইমোশন আছে, সেই ইমোশন কে সন্মান করতে শিখুন

বিনীত,
বিশ্বস্ত বিশ্ব স্বামী সংঘ(একটি অলাভজনক প্রতিষ্ঠান)
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ সকাল ৯:১১