...আমাদের দেশটাই এমন, নাকি পৃথিবীর অন্যান্য দেশেও এইরকম চলে...
.
ইদানীং প্রায় ই রাস্তা ঘাটে একটা জিনিস চোখে পড়ে...
প্রথম প্রথম বুঝিনাই...
টোকাই ছেলে গুলার এক হাতে বিশাল বস্তা...
আর এক হাতে ছোটো ছোটো প্যাকেট...ওয়াশিং পাউডার,ময়দা,আটা র পুরান প্যাকেট...
হাটতে হাটতে একটু পর পর নাকের কাছে সেই প্যকেট নিচ্ছে আর লম্বা করে শ্বাস টানছে...
কয়েকটা টোকাইয়ের পথ আটকালাম...প্রত্যেকটার বয়স হবে খুব বেশী হলে,১০-১১...
জিজ্ঞেস করলাম,'হাতে কিরে...!!!'
'কিছু না বলেই উলটা দৌড়...আকটা ঠিক মত না দৌড়ে,কেমন টলতে টলতে হাটছে...কাছে গিয়ে বুঝলাম...প্যাকেটে করে যে নেশা টা ওরা করছে,
ওটার নাম, ..."ড্যান্ডী"...।
কিছু দিন আগে এক আড্ডায় বসে কথাটা শুনি...
কোনোভাবেই বিশ্বাস হচ্ছিলনা...
বাংলাদেশের গ্রামে গ্রামে নাকি, মহিলাদের মাঝে এইভাবে 'বিড়ি-সিগারেট'এর প্রচারনা করা হচ্ছে...
'তোমরা যদি বিড়ি খাও।তাইলে তোমগো পেটের বাচ্চার ওজন কম হইব...
বাচ্চার সাইজ ছোট হইব... আর,বাচ্চার ওজন কম হইলে,হওনের সময় পোয়াতীগো কষ্ট ও কম হইব!!!'
অনেক আগে টিভিতে বিড়ির বিজ্ঞাপন দেখতাম...
"টানে টানে মজা আনে,যে টানে সেই জানে...
নাসির বিড়ির নাই তুলনা...'
এখন তামাক জাতীয় পন্যের বিজ্ঞাপন নিষিদ্ধ...
তাই ওরকম প্রচারনা...
এইটা নিয়ে নাকি,বিদেশী টিভি চ্যানেল-এ রিপোর্ট ও হইছে...
আমার দেশের সংসদ সদস্য...সরি...জনৈক মাননীয় সংসদ সদস্য...
তাঁর খুব জনপ্রিয় একটা গান...
"যৌবন একটা গোল্ডলীফ সিগারেট..."!!!!!!!!
এদেশের যুবকদের কি দোষ,যদি তারা দলবেঁধে 'গোল্ডলীফ' এর প্যাকেটে
যৌবনের উদ্দীপনা খোজে...
কোনো দোষ নাই...।